নাসিরনগরে মাঠির বদলে বালু দিয়ে কবর স্থান ভরাট,নির্মানের আগেই ভেঙ্গে পড়ছে দেয়াল

দেশজুড়ে

জুন ২০, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবড়িয়াঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ঋষিপাড়া সংলগ্ন কাঁমার গাঁও কবর স্থানে মাঠির বদলে চলছে বালু ভরাট। নির্মানের আগেই ভেঙ্গে পড়েছে দেয়াল। তবে নির্মান শ্রমিকদের দাবী প্রচন্ড বাতাসের কারনে দেয়ালটি ভেঙ্গে গেছে। জানা গেছে উক্ত কবর স্থানটি মাঠি দিয়ে ভরাট করে বাউন্ডারী ওয়াল নির্মানের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে টেন্ডার হয়।টেন্ডারে কাজটি পায় সরাইলের বিল্লাল নামক এক ঠিকাদার।কাজ পাওয়ার পর ঠিকাদার মাঠি দিয়ে কবরস্থান ভরাট না করে ড্রেজার দিয়ে বালু বরাট করছে। তাছাড়াও পরিমান মত সিমেন্ট না দিয়ে শুধু বালু দিয়ে বাউন্ডারী নির্মান করার কারনে নির্মান কাজ শেষ হওয়ার আগেই দেয়ালটি ভেঙ্গে পড়েছে।স্থানীয়রা জানায় যেখানে মৃত্যুর পর মানুষকে থাকতে হবে অনন্তকাল সেখানেও এ কেমন দুর্নীতি।মানুষকি মুত্যুর ভয়ও করে না।তারা আরো জানায় মাঠির বদলে বালু দিয়ে কবর স্থান ভরাট করা হলে নতুন কবর করা যাবে না।কবর তৈরীর আগেই ভেঙ্গে পড়বে।তাছাড়াও বাউন্ডারীতে নিম্মমানের কাজের কারনে দেয়াল ভেঙ্গে পড়েছে।উপ সহকারী প্রকৌশলী মোঃ ইছাক মিয়া জানায় মাঠি না পাওয়া বালু দিয়ে ভরাটের কাজ চলছে।
জানতে চাই উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।আপাদত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।বক্তব্য চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।তিনি বলেন বিষয়টি আমি সরজমিনে তদন্ত করে নিজে মোবাইলে ভিডিও করে পাঠাবেন বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *