চ্যাম্পিয়ন হতে ভারতকে স্পেশাল বল দিচ্ছে আইসিসি’

খেলা

নভেম্বর ৪, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ

চলমান ভারত বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই রানের পাহাড় দেখা দিচ্ছে। বেশিরভাগ দল গুলোই ব্যাট করতে নেমে ৩০০ বা ৩৫০ রানের পাহাড় টকপে যাচ্ছে। আর এজন্য বিশ্বকাপে বলার দের একটু বাড়তি চ্যালেঞ্জ নিতে হচ্ছে। তবে স্বাগতিক ভারতের বলাররা অনেকটাই ভিন্নধর্ম। প্রতিপক্ষের জন্য ভয়ংক হয়ে উঠছে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিরা ।আর এগুলোকে সূত্র হিসেবে ধরে ভারত ও আইসিসির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার হাসান রাজা। তার দাবি, ভারতকে বিশ্বকাপ জেতাতে আলাদা বল দিচ্ছে আইসিসি।

রাজনীতির মাঠের মতোই ক্রিকেটেও পরস্পর বিরোধী মন্তব্য করতে দেখা যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানকে। চলতি বিশ্বকাপে উড়তে থাকা স্বাগতিক ভারতকে নিয়ে আগেও নানা অভিযোগ করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এবার সেই পালে নতুন হাওয়া দিলেন হাসান রাজা। আলাদা বল দেওয়ার কারণে ভারতীয় বোলাররা বাড়তি সুইং পাচ্ছেন বলে দাবি তার

বিশ্বকাপজুড়েই দারুণ ছন্দে রয়েছেন ভারতের পেস বোলাররা। সর্বশেষ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তারা ৯টি উইকেটই নিয়েছেন। মোহাম্মদ শামি একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া মোহাম্মদ সিরাজ ৩টি এবং জাসপ্রিত বুমরাহ এক উইকেট পেয়েছেন। অবশ্য এর আগের ম্যাচগুলোতেও পেসারদের দাপট দেখা গেছে। ভারতীয় পেসারদের এই সাফল্য ভাল চোখে দেখছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা।

দেশটির টিভি চ্যানেল ‘এবিএন নিউজের’ এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ভারতীয় বোলারদের যে বল দেওয়া হচ্ছে সেটা পরীক্ষা করা উচিৎ। ওরা অনেক বেশি সুইং এবং সিম পাচ্ছে। শামি এবং সিরাজ বল করছে অ্যালান ডোনাল্ড এবং মাখায়া এনটিনির মতো। মুম্বাইয়ে শামির বলের সুইং দেখে অ্যাঞ্জেলো ম্যাথিউসও অবাক হয়েছে। হয়তো আইসিসি ভারতকে সাহায্য করছে, না হলে বিসিসিআই নিজেদের বোলারদের পাশে রয়েছে। তৃতীয় আম্পায়ারেরও ভূমিকা থাকতে পারে।’

তিনি আরও বলেছেন, ‘ভারত যখন ব্যাট করে তখন বল স্বাভাবিক আচরণ করে। কিন্তু তারা বল করতে শুরু করলেই তা বদলে যায়। ডিআরএসের সব সিদ্ধান্তও ভারতের পক্ষে যাচ্ছে। জানি না এর নেপথ্যেও আইসিসি বা বিসিসিআইয়ের ভূমিকা রয়েছে কি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *