বেসিস-বিইউবিটি লিডার অব দ্য ইয়ার নির্বাচন : বিইউবিটি ক্যাম্পাস এ্যাঙ্কর মাটি

শিক্ষা

মে ২৫, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

শওকত আলী হাজারী 

আদিবা আজম মাটি বেসিস-বিইউবিটি লিডার অব দ্য ইয়ার ২০২৪ ইন এ্যাঙ্করিং নির্বাচিত হয়েছেন। বেসিস স্টুডেন্টস ফোরাম অব বিইউবিটি চ্যাপ্টার আয়োজিত শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশভিত্তিক প্রতিযোগিতা ‘লিডার অব দ্য ইয়ার ২০২৪’ ইন এ্যাঙ্করিং চ্যাম্পিয়ন হয়েছে মাটি। ১৪ মে ২০২৪ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ইন্টারন্যাশনাল কনফারেন্স হল-এ বেসিস-বিইউবিটি আয়োজিত এ আকর্ষণীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন অটোমেশন সলিউশন বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও বাক্য ভাইস প্রেসিডেন্ট তানভীর ইব্রাহিম, বিইউবিটি প্রকৌশল ও ফলিত বিজ্ঞান অনুষদ এর ডিন প্রফেসর ড. আবুল লেইস এম এস হক, বিইউবিটি সিএসই বিভাগ চেয়ারম্যান মো. সাইফুর রহমান প্রমুখ। বাংলাদেশের সফ্টওয়্যার এবং আইটি সক্ষম পরিষেবা শিল্পের জাতীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)’এর বিইউবিটি স্টুডেন্টস ফোরাম আয়োজিত এ মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিইউবিটি’র শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
বিইউবিটি সিএসই ২য় সেমিস্টারের শিক্ষার্থী আদিবা আজম মাটি বিইউবিটি ইন্ট্রা ইউনিভার্সিটি কালচারাল কম্পিটিশন ২০২৪-এ অভিনয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। মাটি জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে বিইউবিটি আয়োজিত শর্টফিল্ম প্রতিযোগিতায় রানার আপ এবং বিইউবিটি ফটোগ্রাফি ক্লাব আয়োজিত সিনেমাটোগ্রাফি কুইজ প্রতিযোগিতা ২০২৪-এ বিজয়ী হয়েছেন।

মাটি বিইউবিটি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সুনামের সাথে অ্যাঙ্করিং করে আসছেন। মাটি উল্লেখযোগ্য যেসব অনুষ্ঠানের এ্যাঙ্করিং করেছে তাহলো- বিইউবিটি আইটি ক্লাব গেট টুগেদার অ্যান্ড ফেয়ারওয়েল ২০২৩, আইসিপিসি ঢাকা রিজোনাল এর প্রমোশনাল ভিডিও ২০২৩, বিইউবিটি ক্লাব ফেয়ার ২০২৪ লাইভ, বেসিস স্টুডেন্টস ফোরাম অব বিইউবিটি চ্যাপ্টার এর মেম্বরশিপ ভাইভা ২০২৪ লাইভ, বিইউবিটি ফটোগ্রাফি ক্লাব সংগঠিত ‘বেসিক ফটোগ্রাফি এবং ক্যামেরা সেটিংস’ বিষয়ক কর্মশালা ২০২৪, বিইউবিটি সিএসই বিভাগ আয়োজিত ইন্ট্রা-ইনটেক প্রোগ্রামিং কনটেস্ট ও সমাপনী অনুষ্ঠান ২০২৪, বিইউবিটি আইটি ক্লাবের ইফতার ও গেট টুগেদার ২০২৪, বিইউবিটি রোভার স্কাউট গ্রুপের স্কাউট ওউন ও ইফতার মাহফিল ২০২৪, আইইইই বিইউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চাপ্টার আয়োজিত ইফতার মাহফিল এবং গেট টুগেদার ২০২৪, আইইইই কম্পিউটার সোসাইটি বিইউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চাপ্টার আয়োজিত ‘চতুর্থ শিল্পবিপ্লব যুগে রোবোটিক্স এবং এমবেডেড সিস্টেমের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার ২০২৪, বিইউবিটি ফটোগ্রাফি ক্লাব আয়োজিত সিনেমাটোগ্রাফি কর্মশালা ২০২৪, বিইউবিটি ব্রেনস্ট্রমিং সপ্তাহ ২০২৪ এর প্রোমোশনাল ভিডিও, আইইইই বিইউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চাপ্টার আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশে স্মার্ট এডুকেশন: স্মার্ট ব্লেন্ডেড লার্নিং আলিঙ্গন’ বিষয়ক সেমিনার ২০২৪, বিইউবিটি আয়োজিত আইসিপিসি টিম বাংলাদেশ এর সফলতা উদযাপন ২০২৪, ইত্যাদি। মাটি এছাড়া স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভয়েস অব অ্যালামনাই ২০২৪ এর হোস্ট ছিলেন। মাটি টি-টাচ ক্লথিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মডেল ও এ্যাঙ্কর।

আদিবা আজম মাটি আইইইই বিইউবিটি স্টুডেন্টস ব্রাঞ্চ মিডিয়া ইনচার্জ ২০২৪, বিইউবিটি আইটি ক্লাব এ্যাঙ্কর ২০২৪, বেসিস স্টুডেন্টস ফোরাম অব বিইউবিটি চ্যাপ্টার এবং বিইউবিটি ফটোগ্রাফি ক্লাব এর এক্সিকিউটিভ মেম্বর ২০২৪, বিইউবিটি কালচারাল ক্লাব এবং বিইউবিটি রোভার স্কাউট গ্রুপ এর সক্রিয় সদস্য।

আদিবা আজম ঢাকা কমার্স কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ঢাকা কমার্স কলেজের প্রথম ছাত্রী যিনি সর্বোচ্চ ৬টি বিষয়ে অংশগ্রহণ করে প্রত্যেকটিতে প্রথম স্থান অর্জন করে কলেজে রেকর্ড করেন। মাটি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, মাটি ঢাকা কমার্স কলেজের প্রথম ছাত্রী যিনি জাতীয় শিক্ষা সপ্তাহে থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার লাভ করেছেন।

বরিশালের মুলাদী উপজেলার আদিবা আজম মাটি একজন অভিনেত্রী, মডেল, সংগঠক ও সামাজিক-সাংস্কৃতিক কর্মী। মাটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত ২৫টি মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেছেন। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ-কৌশল’বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২১-এ অংশগ্রহণ করেছেন। মাটি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উদয় শংকর আন্তর্জাতিক ড্যান্স ফেস্টিভলে বেস্ট ড্যান্সার অ্যাওয়ার্ড ২০১৯ লাভ করেছেন।

আদিবা আজম মাটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫১টি এবং ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টি পুরস্কার লাভ করেছেন। মাটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘শিক্ষায় রূপান্তর-আমাদের বিজয়’ শীর্ষক সৃজনশীল লিখন প্রতিযোগিতা জাতীয়ভাবে প্রথম স্থান অর্জন করেছেন। বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ২০১৮-এ ফয়েল বিভাগে সর্বকনিষ্ঠ পুরস্কার বিজয়ী আদিবা আজম মাটি ব্রোঞ্জপদক লাভ করেছেন। তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শাহআলী মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয় আয়োজিত কুইজ, রচনা ও নৃত্য বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২-এ থানা পর্যায়ে প্রথম হয়েছেন। মাটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত রচনা প্রতিযোগিতা ২০২২-এ বিজয়ী হয়েছেন। তিনি ঢাকা শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২১-এ একক ব্যাডমিন্টন ইভেন্টে ঢাকা মহানগরীতে রানার আপ হয়েছেন। মাটি ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫টি ব্রাঞ্চের মধ্যে ২০১৮ সালের আন্তঃক্যাম্পাস ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন।

মাটি ঢাকা কমার্স কলেজ থেকে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩১টি পুরস্কার লাভ করেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি আয়োজিত ‘পদ্মা সেতু : উন্নয়নের জয়যাত্রা’শিরোনামে জাতীয় রচনা প্রতিযোগিতা ২০২২-এ পুরস্কার লাভ করেছেন। মাটি এসসিআরএম আয়োজিত ‘স্বাধীনতার সংলাপ’ লিখন প্রতিযোগিতা ২০২২-এ বিজয়ী হয়েছেন। মাটি শাহআলী মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয় আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ২০২২-এ থানা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন। তিনি ২৫টি সেমিনার, কর্মশালা ও কনফারেন্স-এ অংশগ্রহণ করেছেন।

আদিবা আজম মাটি রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ এর সমাজসেবা পরিচালক, সচিব, সহসভাপতি ও সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইন্টারন্যাশনাল ইন্টার‌্যাক্ট ক্লাব অব মিরপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ইন্টার‌্যাক্ট জেলা ৩২৮১ এর কো-অর্ডিনেটর ২০১৯-২০, ইন্টারঅ্যাক্ট জেলা প্রধান অতিরিক্ত সচিব ২০২০-২১ এবং রোটার‌্যাক্ট জেলা ৩২৮১ বাংলাদেশ এর সাংস্কৃতিক কমিটি সদস্য ২০২১-২২ ও গার্লস এম্পাওয়ারমেন্ট কমিটি সদস্য ২০২২-২৩ ছিলেন। তিনি ওয়ার্ল্ড ইন্টার‌্যাক্ট উইক সেলিব্রেশন ২০২০ বিজয়ী টিম ক্যাপ্টেন ছিলেন। মাটি ৯ম ইন্টার‌্যাক্ট জেলা অ্যাসেম্বলি ও অভিষেক অনুষ্ঠান ২০২১ এর ইন্টার‌্যাক্ট আইডল ‘হোস্ট’ছিলেন। তিনি ৩১তম রোটার‌্যাক্ট জেলা কনফরেন্স ২০২৩-এ মিস্টার ও মিস কনফরেন্স এর ‘হোস্ট’ছিলেন। তিনি রোটার‌্যাক্ট জেলা ৩২৮১ বাংলাদেশ এর বেস্ট ডিস্ট্রিক্ট কমিটি মেম্বর ২০২১-২২ অ্যাওয়ার্ড লাভ করেছেন।

মাটি ঢাকা কমার্স কলেজ যুব রেড ক্রিসেন্ট দল এর প্রতিষ্ঠাতা ডেপুটি টিম লিডার-১ হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। মাটি ঢাকা কমার্স কলেজ নাট্য ক্লাব সভাপতি ২০২১, ফিল্ম ক্লাব সাধারণ সম্পাদক ২০২০-২১, সাধারণজ্ঞান ক্লাব সাধারণ সম্পাদক ২০২১-২২, সমাজকল্যাণ ক্লাব সাধারণ সম্পাদক ২০২২, রিডার্স এন্ড রাইটার্স ক্লাব সহ-সভাপতি ২০২২, বিজ্ঞান ক্লাব সহ-সভাপতি ২০২২, বাংলাদেশে সামাজিক সাংস্কৃতিক সংসদ এর সাংস্কৃতিক সম্পাদক ২০২০-২৪, বরিশালস্থ পরিশীলন পরিষদ এর সমাজকল্যাণ সম্পাদক ২০২১ ও ছাত্রীবিষয়ক সম্পাদক ২০২২-২৪ পদে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *