মানব সেবায় আবারও দেশ সেরা লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭-৯৯

স্পেশাল

মে ২৫, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

শওকত আলী হাজারী 

সমাজের অসহায় দরিদ্র মানুষ দের সেবা দানের এবং সামাজিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭-৯৯ কে এবছর শীর্ষ ক্লাব হিসেবে সম্মাননা দেওয়া হয়। ১৭ এবং ১৮ মে ২০২৪ তারিখে, রাজধানীর প্যান পাসিফিক সোনারগাঁও হোটেলে লায়ন্স জেলা ৩১৫এ১ আয়োজিত বার্ষিক সম্মেলনে ক্লাবটিকে এই সম্মাননা স্মারক তুলে দেন, জেলা গভর্নর ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এমজেএফ, জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া এমজেএফ, সাবেক গভর্নর ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল পিএমজেএফ এবং প্রথম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন একেএম গোলাম ফারুক।

গত এক বছরে ক্লাবটি ২১৮ টি সেবা কার্যক্রম এর মাধ্যমে তিন লক্ষ তিরিশ হাজারের অধিক মানুষকে সেবা দান করেছে। দেশব্যাপী প্রায় বিশ হাজার শিশুদের মধ্যে মরনব্যাধি ক্যান্সারের সচেতনতা গড়ে তুলেছে। এছাড়া ও জলবায়ু এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী তিন হাজারের অধিক গাচের চারা রোপণ করেছে। ক্লাবের পক্ষে সম্মাননা স্বারক টি গ্রহন করেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট লায়ন জাবের আল সিরাজী। এসময় ক্লাবের প্রাশসক লায়ন জাহাঙ্গীর আলম জিতু পিএমজেএফ, ক্লাব পরিচালক লায়ন মুনতাসির সানিয়াত, ডি এইচ শামীম, শামসুদ্দীন পলাশ, ক্লাব সেক্রেটারি লায়ন ফারজানা পারভীন মিরা, ক্লাব ট্রেজারার লায়ন জিয়াউল হক সাগর সহ ক্লাবের প্রায় ২০ জন সদস্য উপস্থিত ছিল।

উল্ল্যেখ ২০২৩ সালে ও ক্লাবটি দেশের শীর্ষ সেবাদান কারী ক্লাবের স্বীকৃতি পেয়েছিল এবং অনন্য সেবা কার্যক্রম এর জন্য আন্তর্জাতিক ভাবেও স্বীকৃতি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *