জনপ্রিয় কণ্ঠশিল্পী রিংকু’র ‘জোছনা বিলাস’ গানের শুভ মহরত অনুষ্ঠিত

বিনোদন

মে ২৬, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

আল ইমরান খান

আজ জনপ্রিয় কণ্ঠশিল্পী রিংকু’র ‘জোছনা বিলাস’ গানের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টায় রাজধানীর মগবাজারের রেড অর্কিড রেস্টুরেন্টে (মগবাজার মিনা বাজারের বিপরীতে) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই শুভ মহরত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় কণ্ঠশিল্পী রিংকু অসুস্থতাজনিত কারণে দীর্ঘ ৪ বছরের অধিক সময় গানের সাথে সম্পৃক্ত থাকতে পারেনি। এখনও নুতন করে কোন গান গাওয়ার মত অবস্থায় নেই সে। এই গানটি বিগত ৫ বছর আগে তৈরি বিধায় গানটি রিলিজ করা সম্ভব হচ্ছে। তার উপস্থিতিতে ভিডিও ধারণ করে গানটি পরিবেশনার পরিকল্পনায় এখনো কোন ব্যানারে বা কোন প্ল্যাটফর্মে রিলিজ করা হয়নি।

অনুষ্ঠানটি পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বাসসের সিনিয়র রিপোর্টার মধুসুদন দত্ত, এডিশনাল ডিআইজি (হাইওয়ে) শ্যামল কুমার মুখার্জি, এনএসআই এর ডিরেক্টর কর্নেল ফিরোজ, শিল্পী ও সুরকার শফি মন্ডল, গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্যাহ খোকন, রিংকু, ‘জোছনা বিলাস’ গানের গীতিকার, সুরকার ও মিডিয়া ভয়েস এর কর্ণধার এ আর রাজ ।

রিংকু বলেন, আমার নারী ঘরানার এই গানটি একটি শ্রেষ্ঠ গান হবে আমি আশা করি। অনেকদিন পর আবার গানে ফিরতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত। আমি আপনাদের মাঝে সবসময় গান দিয়ে বেঁচে থাকতে চাই। আপনারা আমার ভালোবাসার মানুষ। এই জন্য জোছনা বিলাস গানটা আমার শ্রোতাভক্তদের হৃদয় জয় করবে বলে আমি অত্যন্ত আশাবাদী। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে গান নিয়ে ফিরে আসতে পারি। এবং আপনাদের সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি।

গানটির গীতিকার, সুরকার ও মিডিয়া ভয়েস এর কর্ণধার এ আর রাজ বলেন, আমি রিংকু ভাইয়ের কণ্ঠে যখন গান শুনি তখন আমার ভিতরে একটা অন্যরকম আলোড়ন তৈরি হয়। সেখান থেকে রিংকু ভাইয়ের জন্য এই কথাগুলো কেমন জানি আমার ভিতরে সাজিয়ে আসে। এই গানটা অন্য শিল্পী দিয়ে গাওয়ানোর জন্য প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি রিংকু ভাইয়ের জন্যই অপেক্ষা করে এই গানটা এক বছর পরে তার সাথে যোগাযোগ করে তাকে দিয়েই এই গানটা গাওয়াই। রিংকু ভাইও গানটা খুবই পছন্দ করে। এবং মুশফিক লিটু ভাইয়ের ওখানে গানটা গাওয়ার সময় উনি বলেন গানটা অসাধারণ হয়েছে। তবে নানা কারণে গানটা রিলিজ করা সম্ভব হয়নি। এরপর রিংকু ভাই অসুস্থ হওয়ার খবর পাওয়ামাত্রই আমি তাকে গানটা উপহার দিতে তার কাছে ছুটে যাই। আজ আমি তাকে সঙ্গে নিয়ে গানটা প্রচার করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে নিজেকে ধন্য মনে করছি। আজকের আয়োজনে আপনাদের সাড়া পেয়ে আমি সকলের প্রতি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন।

শাশ্বত মনির বলেন, রিংকুর মত একজন গুণী শিল্পীকে আমরা আবার গানের জগতে ফিরে পেতে চাই। সেজন্য তার পরিপূর্ণ সুস্থতার প্রয়োজন। সে জন্য বিপুল পরিমাণে অর্থ দরকার। তবে সেই অর্থের সামর্থ্য নেই এই গায়কের। তাই রিংকুর পাশে দাঁড়ানোর জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে রিংকুর চিকিৎসার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মানবতার ফেরিওয়ালা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। খুব শীঘ্রই রিংকুর জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি ট্রাস্টও গঠন করা হবে।

তিনি আরও বলেন, জোছনা বিলাস গানটি আমার অনেক ভালো লেগেছে। আমি আশা করবো যারা গানপ্রেমী তাদেরও এই গানটি অসম্ভব ভালো লাগবে।

মিল্টন খন্দকার বলেন, মানুষের সুসময়ে যারা পাশে থাকে দুঃসময়ে তাদের কাউকে পাওয়া যায় না। রিংকুর ক্ষেত্রেও তাই হয়েছে। আজ রিংকুর জন্য আপনাদের যে মহতী উদ্যোগ আমি এটাকে সাধুবাদ জানাই। সেই সাথে রিংকু ও তার গান জোছনা বিলাস এর মঙ্গল কামনা করছি। আশা করি গানটা সবার ভালো লাগবে।

মোহাম্মদ আলিম উল্যাহ খোকন বলেন, রিংকু আমার অনেক কাছের একজন মানুষ। তার এই অবস্থা দেখে আমি সত্যিই খুবই মর্মাহত। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সাথে জোছনা বিলাস গানের মাধ্যমে সে আবার আমাদের মাঝে সাড়া ফেলবে বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক লেখক ও সাংবাদিক শতদল সরকার, চিত্রনায়ক রুবেল, বাসসের সিনিয়র রিপোর্টার রাশিদুল ইসলাম, এটিএন বাংলার এডিশনাল ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম) রাসেল মাহমুদ, চ্যানেল আইয়ের এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) হেলাল খান, সুরকার নাজির মাহমুদ, গীতিকবি দেলয়ার আরজুদা শরফ, শিল্পী ও সুরকার প্লাবন কোরেশী, জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন, কম্পোজার মুশফিক লিটু, কবি পলিয়র ওয়াহিদ লেখক ও সাংবাদিক দৈনিক ইত্তেফাক প্রমুখ।

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *