চাঁদে কম্পন শনাক্ত করলো ভারতের চন্দ্রযান

চাঁদে কম্পন শনাক্ত করলো ভারতের চন্দ্রযান

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

সেপ্টেম্বর ১, ২০২৩ ১০:৩৬ পূর্বাহ্ণ

ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পর থেকে নানা তথ্য পাঠাচ্ছে। এবার জানালো আরো নতুন তথ্য, চাঁদে মাটিতে কম্পন ও প্রাকৃতিক বস্তুর অস্তিত্ব শনাক্ত করেছে ল্যান্ডার বিক্রম।

বিক্রমে থাকা লুনার সিসমিক অ্যাকটিটিভি (আইএলএসএ) এ ঘটনা রেকর্ড করেছে। বৃহস্পতিবার ইসরো নতুন এই বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছে।

ছয়টি উচ্চ সংবেদনশীল একসেলেরোমিটারের সমন্বয়ে আইএলএসএ গঠিত। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সিলিকন মাইক্রোমেশিনিং প্রক্রিয়ায় এটি তৈরি করা হয়েছে। এর মূল সেন্সরটি চিরুনির মতো ইলেকট্রোডসহ একটি স্প্রিং-মাস সিস্টেম দিয়ে গঠিত।

মূলত চাঁদের ভূমিকম্প রেকর্ড করার জন্য আইএলএসএ তৈরি করা হয়েছে। চাঁদে কোনো ধরনের কম্পন অনুভূত হলে স্প্রিংটি স্থানচ্যুত হয়।

ভারতীয় মহাকাশযান চন্দ্রযান–৩ চাঁদে অবতরণের দুইদিন পর গত ২৫ আগস্ট চাঁদে কম্পনের ঘটনা রেকর্ড করে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানায় ইসরো।

সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *