ঘরোয়া উপায়ে পাকা চুল কালো করবেন যেভাবে

ঘরোয়া উপায়ে পাকা চুল কালো করবেন যেভাবে

লাইফস্টাইল স্পেশাল

অক্টোবর ১৬, ২০২২ ৭:৫১ পূর্বাহ্ণ

পাকা চুলের সমস্যায় অনেকেই ভুগছেন ৷ হাজার চেষ্টা করেও পাকা চুল থেকে রেহাই মিলছে না ৷ চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার অনেকেই ব্যবহার করে থাকে৷ কিন্তু চুলের অত্যন্ত ক্ষতি করতে পারে হেয়ার কালার ৷ শুধু তাই নয়, বিভিন্ন ত্বকের সমস্যার সৃষ্টিও করতে পারে বিভিন্ন হেয়ার কালার ৷

কোনো রকম কেমিক্যাল পদার্থের প্রয়োগ না করেই প্রাকৃতিক উপায়তেই চুল কালো রাখতে পারবেন ৷ এমন কিছু  কিছু ঘরোয়া উপাদান আছে, যা ব্যবহার করলেই চুল কালো থাকবে ম্যাজিকের মতো ৷ চলুন তবে জেনে নেয়া যাক চুল কালো রাখার কিছু প্রাকৃতিক উপায়-

আমলকী 
আমলকী চুলের জন্য অত্যন্ত উপকারী ৷ চুল ঘন করতে আমলকীর উপকারীতা অপরিসীম ৷ কিন্তু আমলকী মাখলে পাকা চুল থেকেও রেহাই পাওয়া যেতে পারে ৷ পাকা চুল ঠেকাতে আমলকীর এক বিশেষ মিশ্রণ তৈরি করতে হবে ৷ প্রথমে বেশ কয়েকটা আমলকী নিয়ে গরম পানিতে ফুটিয়ে নিন। তারপর আমলকীগুলো সামান্য নরম হয়ে গেলে ভালো করে পেস্ট করে নিন ৷ এবার এই পেস্ট করা আমলকী সপ্তাহে তিন বার চুলে মাখতে হবে ৷ চুল কালো করতে ম্যাজিকের মতো কাজ করবে এই উপকরণ ৷

কারি পাতা 
কারি পাতা সাধারণত রান্নাতে বেশি ব্যবহার করা হয় ৷ কিন্তু জানেন কী ? চুল কালো করতে পারে এই কারি পাতা ৷ সপ্তাহে দুইদিন কারি পাতা ব্যবহার করেই পাকা চুল কালো হয়ে যাবে ৷ চুলে কারি পাতা ব্যবহার করতে গেলে প্রথমে, দেড় কাপ নারিকেল তেলে ২০ থেকে ২৫টি কারি পাতা ফুটিয়ে নিন,  যতক্ষণ না তেলের রং কালো হচ্ছে ৷ এবার ঐ ফোটানো নারিকেল তেল চুলে লাগালেই পাকা চুল থেকে রেহাই পাওয়া যাবে অনায়াসেই ৷

কফি
দুই কাপ পানিতে তিন থেকে চার কাপ কফি মিশিয়ে ফুটিয়ে নিন। এবার এই মিশ্রণটি ৩০ মিনিট চুলে মেখে রাখলে সাদা চুল কালো হতে শুরু করবে ৷ পাকা চুল কালো রাখতে এই মিশ্রণ সপ্তাহে অন্তত এক দিন করে মাখতেই হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *