কে জিতবে বিশ্বকাপ: দল নিয়ে চুলচেরা বিশ্লেষণ

কে জিতবে বিশ্বকাপ: দল নিয়ে চুলচেরা বিশ্লেষণ

খেলা স্পেশাল

অক্টোবর ৪, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ

রাত পোহালেই পর্দা উঠবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। ১০টি দল ভারতের ১০ ভেন্যুতে ৪৬ দিনে ৪৮ ম্যাচ খেলবে। পরিসংখ্যানের আলোয় ১০ দলের প্রতিটির বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে এই প্রতিবেদন:

আফগানিস্তান
বিশ্বকাপ জেতার সম্ভাবনা : ১.৩ শতাংশ। আফগানিস্তানের ব্যাটিং ও বোলিং পরিসংখ্যান মিশ্র ছবি তুলে ধরে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে শেষ ১০ ওভারে তাদের বোলিং ইকোনমি রেট ৬.৬২, যা আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে সেরা। একই সময়ে শেষ ১০ ওভারে ব্যাটিংয়ে তাদের রানরেট মাত্র ৬.৭৪, যা পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে সর্বনিম্ন।

গুরুত্বপূর্ণ খেলোয়াড় : রশিদ খান।

২০১৭ সালে অভিষেকের পর আইপিএলে ১৩৯ উইকেট নিয়েছেন রশিদ খান। এই সময়ে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে আফগান লেগ-স্পিনারের চেয়ে বেশি উইকেট পাননি কোনো বোলার।

অস্ট্রেলিয়া
বিশ্বকাপ জেতার সম্ভাবনা : ১৫.৬ শতাংশ। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতা ঈর্ষণীয়। অলরাউন্ডারে ভরা দলটি ক্যামেরন গ্রিনকে আট নম্বরে ব্যাটিংয়ে নামানোর বিলাসিতা দেখাতে পারে। তবে দলটির স্পিন আক্রমণে ঘাটতি আছে। চোটের ছোবলে অ্যাশটন অ্যাগার ছিটকে যাওয়ায় অ্যাডাম জাম্পা ছাড়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়: গ্লেন ম্যাক্সওয়েল।

গত বিশ্বকাপের পর ওয়ানডেতে শেষ ১০ ওভারে ম্যাক্সওয়েলের স্ট্রাইকরেট ১৮০ ও ব্যাটিং গড় ৩৭। তার স্পিন বোলিংও ব্যবধান গড়ে দিতে পারে।

বাংলাদেশ
বিশ্বকাপ জেতার সম্ভাবনা : ২.৯ শতাংশ। গত বিশ্বকাপের পর একদিবসী ক্রিকেটে ঘরের মাঠে ১৬ জয়ের বিপরীতে মাত্র নয়টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। এই সময়ে দেশের বাইরে নয় জয়ের বিপরীতে ১২টি ম্যাচ হেরেছে তারা। প্রতিবেশী দেশ হলেও ভারতে এখন পর্যন্ত মাত্র নয়টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যার শেষটি সেই ২০০৬ সালে। গুরুত্বপূর্ণ খেলোয়াড় : সাকিব আল হাসান।

ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান গত বিশ্বকাপে ছয়শর বেশি রান করা তিন খেলোয়াড়ের একজন। অন্য দুজন হলেন ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

ইংল্যান্ড
বিশ্বকাপ জেতার সম্ভাবনা : ১৭.৩ শতাংশ। গত বিশ্বকাপের পর ওয়ানডেতে ৮৪ শতাংশ ক্যাচ তালুবন্দি করতে সফল হয়েছে ইংল্যান্ড। এবারের আসরের ১০ দলের মধ্যে যা সর্বোচ্চ। কিন্তু ব্যাটিংয়ে জেসন রয় ও জনি বেয়ারস্টোর উদ্বোধনী জুটির অবসানের পর পাওয়ার প্লেতে তাদের রানরেট কমে গেছে। এ বছর প্রথম ১০ ওভারে ইংল্যান্ডের রানরেট মাত্র ৫.৩০, যা ২০১৪ সালের পর তাদের সর্বনিম্ন।

গুরুত্বপূর্ণ খেলোয়াড় : বেন স্টোকস। ২০১৫ সালের পর ওয়ানডেতে রান তাড়ার ক্ষেত্রে ৩৪ ম্যাচে ১৩ বার অপরাজিত ছিলেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার বেন স্টোকস।

ভারত
বিশ্বকাপ জেতার সম্ভাবনা : ২১.৯ শতাংশ। গত বিশ্বকাপের পর এবারের আসরের দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬৬ ম্যাচ খেলেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ ম্যাচ খেলেছে শ্রীলংকা। এই সময়ে মাঝের ওভারগুলোতে ভারতের রানরেট ছিল ৫.৭৬। ভারতের চেয়ে ওভারপ্রতি বেশি রান তুলেছে শুধু ইংল্যান্ড (৬.০১)।

গুরুত্বপূর্ণ খেলোয়াড় : বিরাট কোহলি। ভারতের ব্যাটিং মেরুদণ্ড বিরাট কোহলি ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৭টি সেঞ্চুরি করেছেন। এই সংস্করণে শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে আর তিনটি শতক প্রয়োজন তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *