এক চার্জেই ৯০ কিমি চলে যে সাইকেল

এক চার্জেই ৯০ কিমি চলে যে সাইকেল

বিজ্ঞান ও প্রযুক্তি

জানুয়ারি ১৪, ২০২৩ ১১:২০ পূর্বাহ্ণ

নতুন ই-সাইকেল এসেছে ভারতের বাজারে। কম্পানি নাম ফায়ারফক্স। এ সাইকেল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। ই-সাইকেলটি নিয়ন্ত্রণের জন্য রয়েছে ফায়ারফক্স ফিট অ্যাপ।

জার্মান প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে। এ ইলেকট্রিক সাইকেলটির নামকরণ করা হয়েছে আরবান ইকো। ব্যাটারিচালিত সাইকেলটি গ্রে রঙে পাওয়া যাবে। এর পড়বে ৭৪,৯৯৯ টাকা।

অন্য ই-সাইকেলের মতো এতেও রয়েছে প্যাডেল অ্যাসিস্ট। অর্থাৎ উঁচু রাস্তায় ওঠার সময় কিংবা অন্যান্য প্রয়োজনে প্যাডেল করেও একে চালানো যাবে। এতে পাঁচ ধরনের প্যাডেল অ্যাসিস্ট মোড রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময়ে ইলেকট্রিক মোটরের কার্যকারিতা বাড়ানো-কমানো যাবে।

এ সাইকেলে ১০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। প্যাডেল সহযোগে একবার চার্জে প্রায় ৯০ কিলোমিটার পথ চলা যাবে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। ই-সাইকেলটি সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা।

এতে রয়েছে ফ্ল্যাট হ্যান্ডেলবার, পর্যাপ্ত রোড গ্রিপ এবং সেফটির জন্য উভয় চাকায় ডিস্ক ব্রেক। এতে রয়েছে একটি মাত্র পাওয়ার বাটন। এর সাহায্যে সহজেই সাইকেলটি চালু কিংবা বন্ধ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *