উড়ন্ত আদরে কি বোঝাতে চাইলেন সাকিব?

খেলা স্লাইড

আগস্ট ১৪, ২০২২ ৯:২১ পূর্বাহ্ণ

একটা কথা আছে, জীবন যেভাবেই থাকুক না কেন উপভোগ করতে হবে। এই কথাটা বোধহয় সাকিবের জন্যই সৃষ্টি। তা না হলে শনিবার বিকালে গুলশানে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাকিবের এমন নির্ভার হাসি মাখা মুখের ফ্লাইং কিস তা হলে কিসের ইংগিত দিলো?

গত কয়েকদিনে সাকিবের বেটউইনার বিতর্ক নিয়ে ক্রীড়াঙ্গনে রীতিমতো ঝড় বয়ে গেলো। কর্তারা রুদ্ধশ্বাস বৈঠক করলেন, হুশিয়ারিতে চুক্তি বাতিল হলো, আমরা কী-বোর্ডে হাওয়ার বেগে হাত চালালাম। খবরের পর খবরে গণমাধ্যম সয়লাব, তাতে কি সাকিবের কিছু এলো-গেলো?

কিন্তু তাতে কি, আজ সেসবের লেশমাত্রও স্পর্শ করেনি সাকিবকে। বোর্ড সভাপতির সঙ্গে একান্ত বৈঠক শেষে বের হওয়ার পথে ফ্লাইং কিস ও হাসিতে সবই উড়িয়ে দিলেন এক পলকেই। যেন কিছুই হয়নি।

এ রহস্যতে একটা বার্তাও কি তবে দিলেন সাকিব? বঙ্গদেশের ক্রিকেটে সাকিব গুড বয়, ব্যাড বয় নাকি মিক্সড ক্যারেক্টার – এই রহস্যটা আজীবনের! একমাত্র সাকিব বলেই হয়তো এমন।

সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে এশিয়া কাপ থেকে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের টি-২০ অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশের দল ঘোষণা করে বিসিবি। এবারের স্কোয়াডে তিন বছর পর পুনরায় জাতীয় দলে ফিরলেন সাব্বির রুম্মান।

দলে প্রথমবারের মতো সুযোগ পেলেন এবাদত হোসেন। এছাড়া দলে ফেরানো হলো মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

তবে প্রত্যাশা জাগিয়েও এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি সৌম্য সরকার। এছাড়া দল থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম।

শনিবার বিকালে গুলশানে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের নিজ বাসায় সাকিবের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এশিয়া কাপের দল ঘোষণা করেন।

এশিয়া কাপে ১৭ জনের বাংলাদেশ স্কোয়াডঃ

১. সাকিব আল হাসান (অধিনায়ক)
২. মুশফিকুর রহিম
৩. এনামুল হক বিজয়
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. আফিফ হোসেন
৬. মোসাদ্দেক হোসেন
৭. মেহেদি হাসান মিরাজ
৮. শেখ মেহেদি
৯. মোহাম্মদ সাইফুদ্দিন
১০. মোস্তাফিজুর রহমান
১১. তাসকিন আহমেদ
১২. হাসান মাহমুদ
১৩. সাব্বির রহমান
১৪. নাসুম আহমেদ
১৫. নুরুল হাসান সোহান
১৬. পারভেজ হোসেন ইমন
১৭. এবাদত হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *