ইউক্রেনে সব লক্ষ্যবস্তু ‘ধ্বংস’ হয়েছে: রাশিয়া

ইউক্রেনে সব লক্ষ্যবস্তু ‘ধ্বংস’ হয়েছে: রাশিয়া

আন্তর্জাতিক

জানুয়ারি ৩, ২০২৪ ১১:১২ পূর্বাহ্ণ

ইউক্রেনে চালানো সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় সব লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। নির্ভুল আঘাতে সক্ষম দূরপাল্লার অস্ত্র ও ড্রোন দিয়ে একগুচ্ছ হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। হামলার লক্ষ্য অর্জিত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সব লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।

এর আগ ইউক্রেন দাবি করেছে, রাশিয়া ৯৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ৭২টি ভূপাতিত করেছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, রাশিয়ার ছোড়া ১০ কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেন।

তিনি বলেছেন, শত্রুরা ৯৯টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভ।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, সর্বশেষ এ হামলায় অন্তত পাঁচজন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *