আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের আগে ‘দুঃখ’ প্রকাশ স্ক্যালোনির

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের আগে ‘দুঃখ’ প্রকাশ স্ক্যালোনির

খেলা স্লাইড

ডিসেম্বর ৬, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ণ

দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা ঘোচাতে এবার আর্জেন্টিনার সামনে বাধা নেদারল্যান্ডস। আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে শেষ চারে উঠার লড়াই। সেই ম্যাচের পর এক দলকে বিদায় নিতেই হবে। এটা ভেবে খারাপই লাগছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির।

কাতার বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। এরপর টানা তিন জয়ে তারা এখন কোয়ার্টার ফাইনালে। এই নিয়ে দশমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলছে আলবিসেলেস্তেরা। দুইবারের চ্যাম্পিয়নরা ফাইনাল খেলেছে পাঁচবার।

অন্যদিকে, নেদারল্যান্ডসের বিশ্বকাপ ইতিহাসও সমৃদ্ধ। কোনো শিরোপা না জিততে পারলেও তিনটি ফাইনাল খেলেছে ডাচরা; দুইবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। এবার শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডাচরা। এবারের বিশ্বকাপে দারুণ খেলেছে নেদারল্যান্ডস। আপাতত তারা অপরাজিত আছে কাতার বিশ্বকাপে।

বিশ্বকাপে এই পর্যন্ত দুই দলের দেখায় পরিসংখ্যান সমান। পাঁচ দেখায় দুইটি করে জয় পেয়েছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা এবং এক ম্যাচে ড্র হয়েছে। এবার কোয়ার্টারে মুখোমুখি ঐতিহ্যবাহী এবং অসাধারণ দুটি দল, যেখান থেকে বিদায় নিতে হবে এক দলকে।
এই ম্যাচকে সামনে রেখে স্ক্যালোনি বলেন, ‘কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। অসাধারণ একটি ম্যাচ অপেক্ষা করছে। কিন্তু এই ভেবে দুঃখ হচ্ছে যে একটি দলকে বিদায় নিতে হবে। তবে আমরাই পরের রাউন্ডে যাব বলে আশা করি।’

ডাচ কোচ লুই ফন গালকে প্রশংসায় ভাসান আর্জেন্টাইন কোচ। স্ক্যালোনি বলেন, ‘লুই ফন গালের মুখোমুখি হওয়াটা আমার জন্য গর্বের বিষয়। ফুটবলে তার অবদানের বিষয়টি সবারই জানা আছে। অনেক কোচ তাকে অনুকরণ করতে চেয়েছে! তার মতো একজনের মুখোমুখি হওয়াটা সত্যিই আনন্দের। বিশেষ করে এটা যখন বিশ্বকাপ, তখন বিষয়টি আরও আনন্দের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *