‘আমরা মেসিকে আটকানোর কোনো পরিকল্পনা এখনও করিনি’

‘আমরা মেসিকে আটকানোর কোনো পরিকল্পনা এখনও করিনি’

খেলা

ডিসেম্বর ১৩, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ

কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে মঙ্গলবার রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপের আগে (১৯৩০, ১৯৮৬, ১৯৯০ ও ২০১৪) চারবার সেমিফাইনাল খেলে একবারও হারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপের সেমিফাইনালে উঠে প্রতিবারই ফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। এবারো ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে যেতে চায় মেসিরা।

কিন্তু আর্জেন্টিনার প্রধান ফুটবলার লিওনেল মেসিকে অবাক করা কথা জানাল ক্রোয়েশিয়া। খেলায় মেসিকে আটকানোর কোনো চেষ্টা তারা করবে না বলে জানিয়েছে ক্রোয়েশিয়া।

বিশ্বকাপে স্বপ্নের ছন্দে রয়েছেন মেসি। কিন্তু তাকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা করছে না ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়ার ফুটবলার ব্রুনো পেটকোভিচ জানিয়েছেন, তারা মনে করেন মেসিকে একা আটকালে হবে না। গোটা দলকেই আটকাতে হবে।

পেটকোভিচ বলেছেন, আমরা মেসিকে আটকানোর কোনো পরিকল্পনা এখনও করিনি। সাধারণত আমরা কোনো এক জনকে আটকানোর চেষ্টা করি না। গোটা দলকে আটকানোর পরিকল্পনা করে নামি।

পেটকোভিচ বলেছেন, মেসির জন্য আলাদা করে কাউকে রাখব না। কারণ, আর্জেন্টিনা দলে মেসি ছাড়াও আরও কয়েক জন ভাল ফুটবলার রয়েছে। তাই গোটা দলকে আটকাতে হবে। গোটা দল আটকে গেলে একা মেসি কিছু করতে পারবে না। কিন্তু শুধু মেসিকে আটকাতে গেলে ফল উল্টো হতে পারে।

এর আগে ব্রাজিলের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ১১৭ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফিরিয়েছিল পেটকোভিচের গোল। তারপরে পেনাল্টিতে ব্রাজিলকে হারিয়েছিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *