আফগান বধে যারা থাকছেন বাংলাদেশের সম্ভাব্য একাদশে

আফগান বধে যারা থাকছেন বাংলাদেশের সম্ভাব্য একাদশে

খেলা

জুলাই ৫, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ

আর মাত্র কয়েক ঘন্টা। তারপর শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ। বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

এই ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড। ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাইরে থাকার সম্ভাবনা বেশি রয়েছে তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, এবং মোহাম্মদ নাইমের। সেরা একাদশ সাজাতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট রাখতে পারে তিন পেসার। তাসকিন আহমেদের নেতৃত্বে পেস ইউনিটে বড় নাম মুস্তাফিজুর রহমান, এছাড়াও থাকতে পারেন তরুণ হাসান মাহমুদও।

ওপেনার তামিম ইকবাল সঙ্গী হবেন লিটন দাস। তিন নম্বরে পজিশনে থাকবেন নাজমুল হোসেন শান্ত’। সাকিব আল হাসানকে ব্যাট হাতে দেখা যাবে চারে। পাঁচের স্থানটি তাওহিদ হৃদয়ের। শেষ সিরিজগুলোতে ৬ নম্বর পজিশনে নেমে সফল মুশফিকুর রহিম।  এ সিরিজেও থাকবেন একই ভূমিকায়। ছয়ে নেমে করবেন ফিনিশিং। এরপরের স্থানটি দুই ব্যাটিং অর্ডার আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডের পরিসংখ্যান বলছে ফেভারিট হিসেবেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ১১ ওয়ানডেতে। যার মধ্যে টাইগারদের জয় সর্বোচ্চ ৭ ম্যাচে। আগে ব্যাট করে বাংলাদেশ জিতেছে ৭ ম্যাচের ৬টিতে। তাই এ ওয়ানডেতে টস হতে পারে বড় ফ্যাক্টর।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ-
হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, রাশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, সৈয়দ আহমেদ শিরজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *