অ্যাডিলেডের পরে ধর্মশালায় ডাচ রূপকথা।

খেলা

অক্টোবর ১৮, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

গত বছর এই বছর ধর্মশালা। দুটি শহরকে একইভাবে স্মরণীয় করল নেদারল্যান্ড। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল নেদারল্যান্ড। এবার ফরমেটটা ভিন্ন তবে এটি আরেক বিশ্বকাপ কিন্তু ফলাফলটা একই। অথচ প্রোটিয়ারা আগের দুই ম্যাচে দুই সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা ও অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে আফগানদের ঐতিহাসিক জয়ের পরে আরেকটি বড় অঘটনের সাক্ষী হলো চলতি ভারত বিশ্বকাপ।

মঙ্গলবার ধর্মশালার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বৃষ্টি বাধায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে। যেখানে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ  ৬৯ বলে ৭৮ রানের ইনিংস খেলেন স্কট এডওয়ার্ডস। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ৫ বলে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এতে ৩৮ রানের জয় পায় ডাচরা।

২৪৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দেখে-শুনে করেছিলেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। আগের দুই ম্যাচে টানা সেঞ্চুরি করা ডিক কক আজ দ্রুতই ফিরেছেন। অবশ্য শুরুটা ভালোই করেছিলেন এই ওপেনার। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। ২২ বলে করেছেন ২০ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *