সাকিব কি খেলবেন ভারতের বিপক্ষে..?

খেলা

অক্টোবর ১৮, ২০২৩ ২:১১ অপরাহ্ণ

বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ ভারতের সাথে। আর সেই ম্যাচের আগে ব্যক্তিগত পরীক্ষায় বসে ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবারে ফুরফুরে মেজাজেই সাকিবকে দেখা যায় অনুশীলনে। একে একে তিনি রানিং ও ব্যাটিং অনুশীলন করেন যেখানে অস্বস্তিতে পড়তে দেখা যায়নি টাইগার অধিনায়ককে। তিনি খেলবেন কিনা সেটি নির্ভর করছে টিম টাইগার্স এর স্ক্যানিং রিপোর্ট এর উপর।

আগামী বৃহস্পতিবার পুনেতে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নামবে টাইগাররা। তার আগে তিনদিনের ছুটি কাটিয়ে আজ অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। এ সময় রানিং, অনুশীলন আর ব্যাটিং দেখে যে কারও মনে হতে পারে— সুস্থ আছেন সাকিব। এর আগে থেকে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাওয়া উঁরুর চোটে ভুগছিলেন। তবে এদিন অনুশীলনে বেশ সাবলীলই দেখা গেছে টাইগার দলপতিকে। টানা তিন ধাপে আজ সাকিব ৪৫ মিনিট ধরে ব্যাটিং অনুশীলন করেছেন।

ব্যাটিং করার সময় মনে হয়নি সাকিবের মাঝে কোনো দুর্বলতা কাজ করছে। আর এই বিষয়টি নিশ্চয়ই স্বস্তির সুবাতাস দেবে টাইগার শিবিরে। জয়ের জন্য তৃষ্ণার্ত টাইগারদের পরবর্তী ম্যাচে যে নিয়মিত অধিনায়কের উপস্থিতি খুব প্রয়োজন। বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে হলে অবশ্যই অধিনায়ক ও পারফর্মার সাকিবের কোনো বিকল্প নেই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *