ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

দেশজুড়ে

আগস্ট ১৬, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

মোক্তার হোসেন।।

সারাদেশের ন্যায় খুলনার ডুমুরিয়া উপজেলায় মঙ্গলবার নানা কর্মসূচির মধ্যে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা-উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, দোয়াসহ নানা কর্মসূচির আয়োজন করে।

ডুমুরিয়া : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মমতাজ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক ও চন্দ্র কান্ত তরফদার, থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বিপিএম, ভাইস-চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, নির্বাচন অফিসার কলে­াল বিশ্বাস, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, আইসিটি অফিসার সুমন আহমেদ, বিআরপিবি কর্মকর্তা রতন কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বন বিভাগ কর্মকর্তা লিয়াকত আলী খান, সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, শিক্ষক শফিকুল আলম প্রমুখ। আলোচনা সভার পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনীর ওপর শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ, উপস্থিত বক্তৃতা, কবিতা-আবৃতি পাঠ ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৭জন যুবককে আলাদা আলাদাভাবে মোট ৫লক্ষ ১০ হাজার টাকা ঋণের চেক দেয়া হয়।

চুকনগর : দিবসটি উপলক্ষে খর্ণিয়া ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি নারায়ণ চন্দ্র মলি­কের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগ সহ-সভাপতি মোস্তফা কামাল খোকন। বিশেষ অতিথি বক্তৃতা করেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, অজয় সরকার ও মাহাবুবুল ইসলাম। শেখ জাহাবুর রহমানের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহিন, আলি আজম মোহন, রবিউল ইসলাম, ইকতিয়ার উদ্দিন সুফন, ইসমাইল হোসেন বাবলু, আফরোজা খানম মিতা, শিক্ষক পিকু ঘোষ, সাদ্দাম হোসেন, আলা উদ্দিন, মোস্তফা কামাল শিমুল, বোরহান উদ্দিন, আসফার হোসেন জোয়ার্দার, মাসুদ রানা নান্টু। অপরদিকে আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *