সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

দেশজুড়ে

সেপ্টেম্বর ৩, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি : ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

পরে সেখানে বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মণ্ডলের সভাপতিত্বে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ূন কবির।

এসময় জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের দিন আমাদের সাতক্ষীরা অঞ্চলের দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে। প্রকৃতির সঙ্গে টিকে থাকতে হলে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। ফলের মাধ্যমে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হয়।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করা যায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ভূমণ্ডলকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষের ভূমিকা অপরিসীম। বাড়ির আঙিনায় ও পতিত জমি খালি ফেলে না রেখে সেখানে ফল ও শাক সবজি আবাদ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নরুল আমিন প্রমুখ।

মেলায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৩টি স্টল অংশ নিয়েছে। এসময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

/এসএস/শীখ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *