ময়মনসিংহে অধ্যক্ষ মতিউর রহমান স্মরণে সাংস্কৃতিক জোটের শোকসভা ও দোয়া

দেশজুড়ে স্লাইড

সেপ্টেম্বর ৩, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ

নাসির উদ্দিন, ময়মনসিংহ : বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ।

১লা সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এই শোকালোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ময়মনসিংহের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও মরহুমের শুভাকাঙ্ক্ষী কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের সভাপতি- মরহুম এর বড়ভাই, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহম্মেদ। পিতৃবিয়োগে শোকাহত পরিস্থিতিতে হঠাৎ শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য আয়োজনে উপস্থিত হতে না পেরে মোবাইল ফোনে সংযুক্ত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান মরহুম আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এর সুযোগ্য সন্তান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-মোহিত উর রহমান শান্ত। এসময় পিতার রুহের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

আলোচনা পর্বে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন সাবেক ছাত্রনেতা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর বাসার ভাসানী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহাব মাহমুদ রমজান, বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, এনামুল হক মন্ডল, মো. আতাউর রহমান, নাদিরুজ্জামান নাদিম, মো. জাকির হোসেন জুয়েল, মো. রাজন, আহাম্মদ শাহাবুদ্দিন, মো. ছায়াকুল ইসলাম ছাইফুল, এম এ সোহান রুকন, মো. আমিনূর ইসলাম রাব্বি, মারজিয়া সুলতানা নীলিমা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের যুগ্মসাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন গোহাইলকান্দি স্কুলের সাবেক প্রধান শিক্ষক, মরহুমের প্রিয় স্নেহভাজন-খন্দকার সুলতান আহাম্মদ।

এসময় মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সকলেই দোয়ায় শামিল হন। সকলে প্রার্থনা করেন- মহান সৃষ্টিকর্তা যেন মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের সকলের জন্যও উপস্থিত সবলে দোয়া করেন।

সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ইন্তেকাল করেছেন

উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাতে পরলোক গমন করেন সাবেক এই মন্ত্রী। তিনি ১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহকে মুক্ত ঘোষণা করা হয়।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান দীর্ঘ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অধ্যক্ষ মতিউর রহমান ২০১৪-১৮ সালে আওয়ামী লীগ সরকারের টেকনোক্র্যাট কোটায় ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৮৬ ও ২০০৮ সালে তিনি ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে একুশে পদক পেয়েছেন তিনি।

https://sheershokhobor.com/motiurrahman-ded-shok/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *