প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া ‘পিএইচএ গ্লোবাল-সামিট ২০২৪’ ঢাকায় অনুষ্ঠিত হবে ১৮-২৭ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক স্বাস্থ্য

ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ

শওকত আলী হাজারী।।

দেশে প্রথম বারের অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অ্যাডভান্সিং হেলথ কেয়ার টুগেদার’ প্রতিপাদ্যের অধীনে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া’ এর আয়োজনে পিএইচএ গ্লোবাল সামিট ২০২৪। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন শুধু বাংলাদেশে নয়; দক্ষিণ এশিয়ায় এই প্রথম। নয় দিনের এই সম্মেলনে দুই হাজারের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক এবং শিক্ষাবিদ অংশগ্রহণ করবেন।
স্পিকার হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ৫০ জন চিকিৎসা বিজ্ঞানী এবং দেশের ১০০ জনেরও অধিক খ্যাতিমান চিকিৎসা বিশেষজ্ঞ । নয় দিনের সম্মেলনে থাকছে ৩০ টির বেশি কোর্স এবং সাইন্টিফিক সেশন ।
আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউনাইটেড কনভেনশন সেন্টারে সম্মেলনের মূল পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন শুরুর আগে ১৮, ১৯, ২০, ২২, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫টি সম্মেলন পূর্ববর্তী কোর্স অনুষ্ঠিত হবে। সম্মেলনের পরে ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে আরো তিনটি কোর্স। দেশের বৃহৎ কয়েকটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হতে যাওয়া লাইভ সেশনগুলো দেশি বিদেশি বিশেষজ্ঞদের কাছে নবীন চিকিৎসকগণ নানা জটিল বিষয়ে হাতে কলমে শেখার সুযোগ পাবেন।
ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ২৩ ফেব্রুয়ারি বিকাল ৫ টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার ১৮ ফেব্রুয়ারি ২০২৪ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এর চেয়ারপারসন ডা. তাসবিরুল ইসলাম । রাজধানী তেজগাঁওয়ে হোটেল হলি ডে ইন-এ এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পিএইচএ -এর ট্রাস্টি ডা. জাকেরুল্লাহ ও ওমর শরীফ। এছাড়া গাইনোকোলজিস্ট ডা. রেহানা ইয়াসমিন জামান, লিভার বিশেষজ্ঞ ডা.আশরাফ মালিক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সৈয়দ আসিফ আরাফাত সাদেক।

প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এর চেয়ারম্যান ডা. তাসবিরুল ইসলাম বলেন, বলেন, সম্প্রতি এক অভিনেতা হাট র্অ্যাটাকে মৃত্যুও প্রসঙ্গ টেনে বলেন, তাকে যদি কেউ সিপিআর দিতো তাহলে তার কিন্তু বেঁচে যাওয়ার সম্ভবনা ছিলো। জানা থাকলে এই সিপিআর যে কেউই দিতে পারেন। সেজন্য আমরা চাচ্ছি এই বিষয়গুলো সকলকে জানতে, সচেতন করতে। মানুষ সচেতন থাকলে অনেক ধরনের রোগ প্রতিরোধ সম্মব।
তিনি বলেন, আমাদের মেডিক্যাল চিকিৎসার শিক্ষাক্রমে যথেষ্ট দুর্বলতা রয়েছে।উন্নত দেশ গুলোর তুলনায় আমাদেও মেডিক্যাল শিক্ষা চার থেকে পাঁচ বছর পিছিয়ে রয়েছে। একারণে সম্প্রতি বিদেশি শির্ক্ষাথী ভর্তি অস্বাভাবিক ভাবে কমে গেছে। আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে মিলে কারিকুলাম উন্নয়নের চেষ্টা করছি। আশাকরি ৪-৫ বছরের মধ্যে একটি কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবো।
বক্তার আরো বলেন, স্বাস্থ্য সেবায় পিছিয়ে বাংলাদেশ। বিশেষকওে প্রাথমিক স্বাস্থ্য পরির্চার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। মূলত স্বাস্থ্য সেক্টরে বাজেট অস্বাভাবিক কম হলে কাঙ্খিত সেবা দেওয়া সম্ভব হয় না। তবে বাংলাদেশ অনেক দিক থেকে এগিয়ে রয়েছে। অর্থনীতির কলেবর বেড়েছে। আশাকরছি স্বাস্থ্য ক্ষেত্রে যেসব দুর্বলতা রয়েছে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। দেশের রোগীরা চিকিৎসার জন্য বিদেশে যায়। আমাদেও প্রত্যাশা আমরা যেভাবে কাজ করছি সকলের সহযোগিতা পেলে বিদেশ থেকে রোগীরা এদেশে চিকিৎসা নিতে আসবে। আমাদেও যেতে হবে না।
প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এর চেয়ারম্যান ডা. তাসবিরুল ইসলাম বলেন, পিএইচএ হলো বাংলাদেশি ও বাংলাদেশী বংশোদ্ভুদ চিকিৎসক, গবেষক এবং শিক্ষাবিদদের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী চিকিৎসা সংগঠন। করোনাকালীন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সাড়ে তিন বছর ধরে সুনামের সঙ্গে বাংলাদেশি চিকিৎসকদের চিকিৎসা শিক্ষা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে আসছে পিএইচএ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, উপমহাদেশের বৃহৎ্ এই সম্মেলনের আগের ৫ দিনে লন্ডন কোর রিভিউ, পিএএলএস, ক্রিটিক্যাল কেয়ার ইন অবসটেট্রিকস, রেডিওলোজি কোর্স, সিস্টেমেটিক রিভিউ অফ মেডিক্যাল লিটারেচার, ইন্টারন্যাশনাল করফারেন্স অন প্রেডিয়াট্রিকস, মেকানিক্যাল ভেন্টিলেশন, হোমোডায়ালিস কোর্স, গ্যাস্ট্রোএন্টারোলজি ফরগাট এবং পেলভিক মোটিলিটি, ব্রেস্টক্যান্সার প্রিসেটরসিপ ফর ইয়াং অনকোলজিস্ট, কোর্স অন কউিনিকেশন স্কিল নিউরোরেডিওলোজি ওয়ার্কশপ, স্টাটিজিক কোর্স, মাস্টারক্লাস ইন লিভার ট্রান্সপ্লান্ট, আইআর ট্রোন্সপ্লান্ট হেপাটোলজি, ইনাগুরেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব কোর্সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসা ]বিজ্ঞানীর তাদের মতামত তুলে ধরবেন।
সম্মেলনের পরবর্তী দুই দিনের বৈজ্ঞানিক সেমিনারসমুহে বাংলাদেশ এবং সারাবিশ্বের চিকিৎসার অগ্রগতি এবং স্বাস্থ্যসেবার প্রযুক্তিগত অগ্রগতির প্রবর্তন পর্যালোচনা এবং দৃষ্টি নিবদ্ধ করা হবে। বিশ্বব্যাপী খ্যাতিমান বিশেষজ্ঞদের দ্বারা কমপক্ষে ৫টি হ্যান্ডস-অন কোর্স এবং কমপক্ষে ২০ টি তিন ঘন্টা ভিত্তিক সেশন হবে।
তরুণ চিকিৎসক, ইন্টার্ন এবং মেডিকেল শিক্ষার্থীদের জন্য থাকছে ক্যারিয়ার গাইডেন্স সেশন। থাকবে শিক্ষার্থী এবং ইন্টার্নদের জন্য অ্যাবস্ট্রাক্ট এবং কেস উপস্থাপনা প্রতিযোগিতার সেশন। এই আয়োজনে সহায়তা করবে আইএফএমএসএ বাংলাদেশ নামক মেডিকেল সংস্থা।
জৈব পরিসংখ্যান ও গবেষণা, অধ্যয়নের নকশা, কার্যকর যোগাযোগ দক্ষতা, কর্মজীবনের ভারসাম্য, চিকিৎসক বার্নআউট এবং চিকিৎসক সুরক্ষা সম্পর্কিত উৎসর্গীকৃত সেশন এবং কোর্সসহ চিকিৎসা প্রদর্শনী, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা নেতাদের সঙ্গে থাকছে যোগাযোগ স্থাপনের সুযোগ। অংশগ্রহণকারীরা পেশাদার, গবেষক এবং বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ পাবেন। একে অপরের অংশগ্রহণ মূলক সহযোগিতায় স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদী।
বাংলাদেশের স্বাস্থ্যসেবা ল্যান্ডস্কেপে একটি উল্লেখযোগ্য মাইলফলক হবে এই পিএইচএ গ্লোবাল সামিট । মেডিকেল শিক্ষার্থীদের সম্পৃক্ত করার অনন্য দৃষ্টিভঙ্গির কারণে, তাদের মধ্যে গবেষণা কার্যক্রম প্রচারের জন্য এটি তরুণদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবার একটি আলোকবর্তিকা হতে পারে।
এই সম্মেলনে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, রয়েল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট, রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস লন্ডন, রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস এডিনবার্গ এর প্রেসিডেন্টবৃন্দ উপস্থিত থাকবেন।
১০০ জনেরও বেশি বিদেশী প্রতিনিধিদের প্রত্যাশিত উপস্থিতি, অভিজ্ঞতা এবং উদ্ভাবনের বিনিময়ের জন্য বিশ্বব্যাপী সত্যিকারের একটি প্ল্যাটফর্ম তৈরি হবে। স্থানীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির মিশ্রণ আলোচনার গভীরতা এবং প্রশস্ততাকে বাড়িয়ে তুলবে, যা বৈশ্বিক এবং আঞ্চলিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত উভয় সমস্যাকে মোকাবেলা করবে।
পিএইচএ গ্লোবাল হেলথ সামিট একটি যুগান্তকারী সম্মেলন; যেখানে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা পেশাদার, গবেষক এবং বিশেষজ্ঞদের একত্রিত করবে। যা বাংলাদেশের পেশাদারদের জন্য স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার একটি অনন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। যে ধরনের সুযোগ দেশে অতীতে কখনো হয়নি।

সম্মেলনের সহযোগিতায় রয়েছে, ডিজিএইচএস, ডিজিএইচই, বিএসএমএমইউ, বারডেম, বিসিপিএস, বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন, বাংলাদেশ লাং ফাউন্ডেশন, বাংলাদেশে রেনাল সোসাইটি, সোমাইটি অব নিউরোলোজিস্ট অব বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *