দক্ষিণ বনশ্রীতে ইকরা আইডিয়াল মাদরাসার উদ্বোধন

দক্ষিণ বনশ্রীতে ইকরা আইডিয়াল মাদরাসার উদ্বোধন

দেশজুড়ে

নভেম্বর ১২, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রীতে ইকরা আইডিয়াল মাদরাসার উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় মাদরাসা ভবনে সংক্ষিপ্ত পরিসরে মাদরাসার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, লেখক, কবি ও সাহিত্যিক, পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ডিরেক্টর মার্কেটিং ও শীর্ষ খবর পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)। বিশেষ অতিথি ছিলেন খিলগাঁও থানাধীন জামিয়া মাহমুদিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতী নুরুল আলম ইসহাকী।

ভাইস প্রিন্সিপাল মুফতী নুরুল আলম ইসহাকী ইলমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং ইকরা আইডিয়াল মাদরাসার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এসময় অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) মাদরাসার সকল ডিপার্টমেন্ট পরিদর্শন করেন এবং মাদরাসার সার্বিক খোঁজ খবর নেন। মাদরাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানসহ মাদরাসার যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।

দক্ষিণ বনশ্রীতে ইকরা আইডিয়াল মাদরাসার উদ্বোধন
দক্ষিণ বনশ্রীতে ইকরা আইডিয়াল মাদরাসার উদ্বোধন

তিনি বলেন, ইকরা আইডিয়াল মাদরাসা জেনারেল শিক্ষা ও দ্বীনি শিক্ষার সুষম সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান এই চ্যালেঞ্জিং সময়ে শিশুর মানসিক বিকাশ ও সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রয়োজন পরিমার্জিত ও পরিশীলিত শিক্ষা ব্যবস্থা, মনোরম ও পরিপাটি ক্লাস রুম এবং উন্নত আবাসন ব্যবস্থা। সবকিছুর আয়োজন রয়েছে অত্র প্রতিষ্ঠানটিতে।

তিনি বলেন, মাদরাসাটিতে রয়েছে আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ, উন্নত ও আদর্শ নাজেরা বিভাগ, নূরানী ও মক্তব, কোমলমতি শিশুদের জন্য রয়েছে হাতেখড়ি এবং এরাবিক ও ইংলিশ ভার্সন সমৃদ্ধ প্লে থেকে পঞ্চম শ্রেণি।

তিনি আরও বলেন, খুব শীঘ্রই নতুন আঙ্গিকে মনোরম পরিবেশে মাদরাসাটি ছাত্রদের নৈতিক মূল্যবোধের বিকাশে সময়ের সাথে মিল রেখে সঠিক পথে পরিচালিত হয়ে একটি আইডল হিসেবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। মাদরাসার প্রতিষ্ঠাতা মুফতী নুরউদ্দিন নূরী আমার পরিচিত এবং খুবই দক্ষ, যোগ্য একজন শিক্ষা উদ্যোক্তা। আমার প্রত্যাশা, সে তার প্রচেষ্টা, পরিশ্রম ও কঠোর সাধনায় একদিন গর্বের জায়গায় প্রতিষ্ঠানটিকে নিয়ে দাঁড় করাতে সক্ষম হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোস্তফা, সজিব মিয়া, হাফেজ মাওলানা ফাইসাল আহমাদ, হাফেজ মাওলানা হাম্মাদ সাদী, হাফেজ আবু মূসা, ফরিদ মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *