আমরা বিএনপিকে নিষিদ্ধ করতে চাই না: তথ্যমন্ত্রী

রাজনীতি

নভেম্বর ৭, ২০২৩ ৮:২১ পূর্বাহ্ণ

 

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি প্রধান বিচারপতি বাসভবনে, হাসপাতালে হামলা চালিয়েছে; অনেক মহল থেকে তাদের নিষিদ্ধের দাবি উঠেছে ।‘আমরা বিএনপিকে নিষিদ্ধ করতে চাই না, আমরা চাই তারা এ পথ পরিহার করে গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করুক। আন্দোলনও করুক আমাদের আপত্তি নেই। আন্দোলনে তাদের সব ধরনের সহযোগিতা করা হয়েছিল, কিন্তু তারা সেটি না করে নৈরাজ্য সৃষ্টি করেছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপির অবরোধ-নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে’ বক্তৃতা করেন তিনি।

মন্ত্রী বলেন, যথাসময়ে নির্বাচন এবং জনগণের ব্যাপক অংশগ্রহণে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর।বিএনপির অনেক নেতা এখন তারেক রহমানের দোষ দেয়, বলে: তারেক রহমান দলটা ধ্বংস করে দিল এবং তারা বসে আছে নির্বাচনে অংশ নেয়ার জন্য।

পাড়া-মহল্লায় বিএনপি-জামায়াতের যেসব আগুনসন্ত্রাসী গর্তে ঢুকেছে তাদের খুঁজে বের করুন, পুলিশে দেন, তাদের নির্মূল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *