আইভি রহমান কখনো মঞ্চে বসতেন না : তথ্যমন্ত্রী

রাজনীতি স্লাইড

আগস্ট ২৭, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের স্মরণে এ আলোচনা সভা আয়োজন করে ‘আইভি রহমান পরিষদ’। এতে সভাপতিত্ব করেন আইভি রহমান পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ স ম আরেফীন সিদ্দিক।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, তারেক রহমানের পরিকল্পনায় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়। মূল পরিকল্পনাকারী তারেক রহমান। হাওয়া ভবনে কয়েক দফা বৈঠক হয়। এই গ্রেনেডগুলো সন্ত্রাসীদের কাছে থাকার কথা নয়। এগুলো সেনাবাহিনীর কাছে থাকার কথা।

‘হাওয়া ভবনের প্রথম প্রশ্ন ছিল শেখ হাসিনা বেঁচে আছে?’ উল্লেখ করে তিনি বলেন, যখন জানতে পারে জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন। তখন তারা হতাশ হয়ে যায়। কারণ তারা আসলে হত্যার রাজনীতি করে। হত্যার রাজনীতি করেই জিয়াউর রহমানের উত্থান হয়েছে। তার বিরুদ্ধে যখনই সেনাবাহিনীর ক্যু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তখনই নির্বিচারে সেনাবাহিনীর জাওয়ানদের ও অফিসারদের হত্যা করা হয়েছে।

‘আইভি রহমান কখনো মঞ্চে বসতেন না’ স্মৃতি উচ্চারণ করে হাছান মাহমুদ বলেন, আইভি রহমান সব সময় কর্মীদের সাথে থাকতেন, বসতেন, খোঁজ খবর রাখতেন। তিনি কখনো মঞ্চে বসতেন না। সেদিনও তিনি কর্মীদের সাথে বসে ছিলেন। গ্রেনেড হামলার সময় তিনি ট্রাকের উত্তর পাশে সাত আট ফিট দূরে বসা ছিলেন।

সেদিনের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, প্রথম গ্রেনেডটি যখন বিস্ফোরণ ঘটে তখন আমি মনে করেছি টায়ার বিস্ফোরণ হয়েছে। পরে যখন আরেকটি গ্রেনেড বিস্ফোরণ হয় তখন মনে মনে বলি হায়রে আমাদের সমাবেশে রাজিব গান্ধীর মতো বোমা ফুটলো। কয়েক কদম হাঁটার পর দেখি গায়ে রক্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সাপ্তাহিক শীর্ষ খবরের সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান, সৈয়দ আইনুল হক প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট বলরাম পোদ্দার, ডেইজি সরোয়ার, ড. সিদ্দিকুর রহমান, এম এ করিম, আলহাজ্ব আব্দুর রহমান প্রমুখ।

/এসএস/শীখ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *