গোল্ডেন জুবিলি পালন উপলক্ষে বিসিএসআইআর আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন (কংগ্রেস)-২০২৩ শুরু

গোল্ডেন জুবিলি পালন উপলক্ষে বিসিএসআইআর আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন (কংগ্রেস)-২০২৩ শুরু

দেশজুড়ে

মার্চ ৯, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ

শওকত আলী হাজারী।।

বিসিএসআইআর-এর গোল্ডেন জুবিলি পালন উপলক্ষে এবং বিজ্ঞান গবেষণায় বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বিসিএসআইআর আয়োজিত আর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন (কংগ্রেস) আজ সকাল ৯টায় বিসিএসআইআর-এর ধানমন্ডি ক্যাম্পাসে শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনষ্টিটিউটের পাশাপাশি বিশ্বের প্রায় ৩০টির অধিক দেশের বিশেষ করে আমেরিকা, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, কোরিয়া, বৃটেন ও অন্যান্য দেশের প্রায় শতাধিক বিজ্ঞানী ও গবেষকসহ সহস্রাধিক গবেষক এই বৈজ্ঞানিক সম্মেলনে তাদের গবেষণা কর্ম তুলে ধরবেন।

এই বিজ্ঞান সম্মেলনের বিশেষ অবুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসা গবেষণায় ২০১৬ সালে নোবেল বিজয়ী জাপানী বিজ্ঞানী DR YOSHINORI OSHUMU অসুস্থতাজনিত কারণে স্ব-শরীরে উপস্থিত হতে না পারায় তথ্য-প্রযুক্তির মাধ্যমে ONLINE-তাঁর ৩০ বছরের গবেষণা জাবন ও নোবেল প্রাপ্তির বিষয়টি উলেখসহ একজন তরন বিজ্ঞানী যদি ইচ্ছে করে যে, সে দেশ বা বিশ্বের জন্য কিছু করে দেখাবে তা সে গবেষণার মাধ্যমে করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। একই সাথে তিনি অর্জিত জ্ঞানকে গবেষণার মাধ্যমে বাবে প্রয়োগের উপর বিশেষ গুরত্বারোপ করেন।

বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্য ও পারবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. সামন্ত লাল সেন- তিনি বলেন” মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানের অগযাত্রার কোনো বিকল্প নেই, তাই বৈজ্ঞানিক গবেষণাকে আরো গুরুত্ব দিতে তিনি এদেশের বিজ্ঞানীদের আহ্বান জানান। তিনি আরো বলেন, এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন উদীয়মান বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় বৃদ্ধি করবে এবং বিভিন্ন দেশের গবেষণা সংস্থাগুলোর মধ্যে সংযোগ সাধন করবে। বিজ্ঞান যেহেতু একটি উন্মুক্ত বিষয় তাই এটি উন্মুক্ত ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে অবদান রাখবে”।

চীফ প্যাট্রোন হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান- তিনি বলেন “এদেশের মানুষের কল্যানে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে বিসিএসআইআর-এর সকল বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের তাদের মেধাশক্তি কাজে লাগাতে হবে”।

সভাপতির ভাষনে বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. মো: আফতাব আলী শেখ সবাইকে ধন্যবাদ জানিয়ে তার শুভেচ্ছা বক্তব্য শুরু করেন। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে বিজ্ঞান কে সামনে এগিয়ে নিতে বিসিএসআইআর গুরত্ব পূর্ণ ভমিকা রাখছে। সেই লক্ষে বিসিএসআইআর কংগ্রেস-২০২৩ আরো অগ্রনী ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, এই সম্মেলনে বিদেশ হতে আগত বিজ্ঞানীদের মাধ্যমে দেশের তরুন বিজ্ঞানীরা উপকৃত হবেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *