নতুন আঙ্গিক,নতুন অদ্যমে তারাকান্দার স্বাস্থ্য সেবার ব্র্যান্ড খ্যাত ” নিউ রোগ নিরাময় ডায়াগনস্টিক সেন্টার “

দেশজুড়ে

জানুয়ারি ১৮, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

পবিত্র কুমার দাস, 

“স্বাস্থ্যই সম্পদ” এই মোটো কে সামনে রেখে সম্পন্ন নতুন উদ্যেগে, নতুন রুপে নিউ রোগ নিরাময় ডায়াগনস্টিক সেন্টার। উল্লেখ্য নিউ রোগ নিরাময় ডায়গনষ্টিক সেন্টার উন্নত সেবায় অঙ্গীকার বদ্ধ একটি প্রতিষ্ঠান। সরজমিনে দেখা যায় আধুনিক প্রযুক্তি আর উন্নত সেবার অঙ্গীকার নিয়ে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। সেবা নিতে আসা মোঃ নোমান খান বলেন নিউ রোগ নিরাময় স্বাস্থ্য সেবার মান ধরে রেখেছে সৃষ্টি লগ্ন থেকে, মান আর সেবার বিষয়ে তারা আপোস হীন। আমি এবং আমার পরিবারের যেকোনো চিকিৎসায় কখনই উক্ত প্রতিষ্ঠানের বিকল্প চিন্তা করিনি। ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফয়জুর রহমান ( রতন মাস্টার) শীর্ষ সংবাদকে বলেন আমরা স্বাস্থ্য সেবাই নতুন মাইলফলক স্পর্শ করতে চাই সেজন্য উন্নত স্বাস্থ্য সেবার লক্ষ্যে নেওয়া হয়েছে বিস্তর কর্ম পরিকল্পনা। যেগুলোর মাযে অন্যতম দক্ষ প্রশিক্ষিত কর্মী, এক্সরে, প্যাথলজি থেকে শুরু করে প্রতিটি ডিপার্টমেন্টই রয়েছে ১০ বছরেরও বেশি অভিজ্ঞ, প্রশিক্ষিত কর্মী। পরপরই আমরা নজর দিয়েছি উন্নত প্রযুক্তির দিকে আমরা সন্নিবেশিত করেছি বিখ্যাত জাপানি ব্র্যান্ডের 4D আল্ট্রা সাউন্ড মেশিন, জাপানি ব্র্যান্ডের 4D ইকো কার্ডিয়াম মেশিন যার মাধ্যমে অতি সুক্ষ ভাবে রোগ নির্ণয় করা সম্ভব। এক্সরে বিভাগে সংযোজন করেছি বিখ্যাত ফুজি ব্র্যান্ডের সি আর এবং বিখ্যাত তোশিবা ব্র্যান্ডের স্নাপার মেশিন। প্যাথলজি বিভাগে সংযোজন করেছি সর্বশেষ প্রযুক্তির বিশ্ববিখ্যাত এনালাইজার মেশিন, মাইক্রোস্কোপ মেশিনসহ আরও রয়েছে সেন্ট্রাল অটোক্ল্যাভ (Autoclave) প্রযুক্তি যার মাধ্যমে প্রতিনিয়ত জীবাণু মুক্ত করার প্রক্রিয়াগুলে সম্পন্ন করা হয়। চিকিৎসা সেবায় আমরাই প্রথম যুক্ত করেছি নতুন ধারনা। যেমন কমন রোগগুলো নিয়ে তৈরি করেছি এককেকটি ফেকাল্টি, মেডিসিন, গাইনি, চক্ষু, দন্ত ইত্যাদি প্রতিটি ফেকাল্টির রয়েছে দেশের একের অধিক স্বনামধন্য ডাক্তারবৃদ্ধ যারা দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে বদ্ধ পরিকর। শুধু চিকিৎসা দেওয়াতে সীমাবদ্ধ না থেকে আরও একধাপ এগিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি রিসার্চ, ইনোভেশন ও পাবলিক রিলেশন বিভাগ। রিসার্চ বিভাগটি রোগীদের রোগ নির্ণয়ের পাশাপাশি বিভিন্ন রোগের ধরন নিয়ে দেশ বিদেশের ডাক্তারদের সমন্বয়ে বোর্ড গঠন করে সেবা আর চিকিৎসা মান উন্নত লক্ষ্যে কাজ করবে। ইনোভেশন বিভাগটি কাজ করবে নতুন নতুন প্রযুক্তি নিয়ে যা অন্যদের থেকে আমাদের একধাপ এগিয়ে নিবে৷ পাবলিক রিলেশন বিভাগটি কাজ করবে রোগীদের সাথে সু সম্পর্ক, কাউন্সেলিং, সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে। এছাড়াও আমাদের রয়েছে, সর্বশেষ প্রযুক্তি সম্ভলিত সার্বক্ষণিক নেবুলাইজার, অক্সিজেন, লোকাল অপারেশনের ব্যবস্থা, স্থানীয় ভাবে প্লাস্টারের ব্যবস্থা ।তাই উপজেলা হাসপাতালের সামনে অবস্থিত নিউ রোগ নিরাময় ডায়াগনস্টিক চলে আসুন – যেখানে রয়েছে স্বল্প খরচে উন্নত সেবা। আসুন দেখুন জেনে বুযে আপনার চিকিৎসা সেবার প্রতিষ্ঠান চিহ্নিত করুন এবং সিদ্ধান্ত নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *