নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে কমীর্দের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন ড. মশিউর মালেক

মনোনয়ন বঞ্চিত হয়েও নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে কমীর্দের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন ড. মশিউর মালেক

দেশজুড়ে স্পেশাল

নভেম্বর ২৭, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

রেজাউল করিম শানু।।

মনোনয়ন বঞ্চিত হয়েও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেক পুরোদমে ‘নৌকা প্রতীকের’ বিজয়ের লক্ষ্যে কর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন।

২৬ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) এর ব্যবসায়িক কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জাতীয় নির্বাচনে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অ্যাড. মশিউর মালেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুস সালাম, সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কনিকা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের, বাচ্চু মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), ক্রীড়া সম্পাদক ও মহানগর দক্ষিণের আহ্বায়ক এম টিপু সুলতান, আজীবন সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সৈয়দ আইনুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক হাইকোর্ট শাখা অ্যাড. নিরুপমা, আজীবন সদস্য আমিনা ফেরদৌসি (রূপালী), আজীবন সদস্য আইরিন ইসলাম, লিপি, মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব সিরাজুল ইসলাম (স্বপন), যুগ্ম আহ্বায়ক শেখ মো. জালাল, মো. আল আমিন চৌধুরী, মো. আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, গেন্ডারিয়া থানা সভাপতি মুনসুর আলী পিন্টু, মতিঝিল থানা সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল হাসান, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম অপূর্ব প্রমুখ।

মশিউর মালেক বলেন, মন খারাপের কিছু নেই। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষেই আমি কাজ করবো। আমি মনোনয়ন পেলে যে শ্রম দিতাম; এখনও সে শ্রম দিতে প্রস্তুত।

তিনি বলেন, আপনাদের সার্বিক সহযোগিতায় নৌকার পক্ষে দেশব্যাপী প্রচারের মাধ্যমে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করবো।

এসময় তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রত্যেক কর্মীকে নৌকা প্রতীকের পক্ষে প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট ড. মশিউর মালেক বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনে নৌকার প্রার্থী ছিলেন। এই আসনে মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সুলতানা নাদিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *