আর্মি সিম্পোজিয়ামে যোগদানে অস্ট্রেলিয়া যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

আর্মি সিম্পোজিয়ামে যোগদানে অস্ট্রেলিয়া যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

জাতীয়

আগস্ট ২৮, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট।।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি সোমবার (২৮ আগস্ট ২০২৩) সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিতব্য ২৯ আগস্ট হতে ০১ সেপ্টেম্বর পর্যন্ত চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩ এবং দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন-আইএসপিআর হতে এক বার্তায় এ তথ্য জানা যায়।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এই সিম্পোজিয়ামের লক্ষ্য হলো- মূলত বন্ধুভাবাপন্ন দেশসমূহের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারী সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। সেনাবাহিনী প্রধান সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ০২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ত্যাগ করবেন এবং ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশে পৌঁছবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *