ব্রিকসের সদস্যপদ চলমান প্রক্রিয়া, আশাহত হওয়ার কিছু দেখছি না : পররাষ্ট্র সচিব

ব্রিকসের সদস্যপদ চলমান প্রক্রিয়া, আশাহত হওয়ার কিছু দেখছি না : পররাষ্ট্র সচিব

জাতীয়

আগস্ট ২৮, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট।।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সদ্যসমাপ্ত সম্মেলনে ব্রিকসের পূর্ণ সদস্যপদ পেয়েছে নতুন ছয় দেশ। অর্থনৈতিকভাবে বাংলাদেশের চেয়ে দুর্বল হওয়ার পরেও জোটের নতুন সদস্য হয়েছে ইথিওপিয়া। বাংলাদেশের ব্রিকসে যোগদান করা নিয়ে আলোচনা ও সমালোচনা ছিল সকল পরিসরে। তবে তালিকায় ঠাঁই পায়নি বাংলাদেশ। এর কারণ উৎঘাটন করতে আলোচনা চলছে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে।

রবিবার ২৭ আগস্ট পররাষ্ট্র মন্ত্রনালয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সদ্যসমাপ্ত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অর্জন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ব্রিকসের সদস্যপদ চলমান প্রক্রিয়া, তাই আশাহত হওয়ার কিছু দেখছি না। রাজনৈতিক ও আঞ্চলিক ভারসাম্যসহ নানা সমীকরণেই বাংলাদেশ এবার ব্রিকসের সদস্য হতে পারেনি।

মাসুদ বিন মোমেন বলেন, রাজনৈতিক ও আঞ্চলিক ভারসাম্যসহ নানা সমীকরণে বাংলাদেশেকে যুক্ত করেনি ব্রিকস্। তবে এটি একটি চলমান প্রক্রিয়া, আশাহত হওয়ার কিছু নেই। ব্রিকসে্র কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নেয়ার প্ল্যাটফর্ম নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশ আছে আগে থেকেই।

তিনি আরও বলেন, ব্রিকস যে পশ্চিমাবিরোধী কোনো জোট নয়, তাও পরিষ্কার হয়েছে সদ্যসমাপ্ত সম্মেলনে। ব্রিকসের ব্যাংক এনডিবিতে যুক্ত থাকায় বাংলাদেশের অর্থনৈতিক সুফল পাওয়াও আটকে থাকবে না ।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে পররাষ্ট্র সচিব বলেন, সেপ্টেম্বরে ফের রাখাইনের পরিস্থিতি দেখতে মিয়ানমার যাচ্ছে ঢাকার প্রতিনিধি দল। ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক প্রত্যাবাসন বাস্তবতায়নের প্রত্যাশা করছে বাংলাদেশ।

বিশ্বব্যাপী আলোচিত অর্থনৈতিক জোট ‘ব্রিক’ ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে গঠন করে। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার সংযোজনে কৌশলগত এ অর্থনৈতিক জোটটি ‘ব্রিকস’ নামে যাত্রা শুরু করে। যার ১৫তম শীর্ষ সম্মেলন এবার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে।

স্বাগতিক দেশের প্রেসিডেন্টের আমন্ত্রণে এ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা ছিল বাংলাদেশ জোটের সদস্য হবে। তবে নতুন করে ছয়টি দেশ অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশ সদস্যপদ পায়নি।

বিশ্লেষকরা বলছেন, পৃথিবীর মোট জিডিপির ২৩ শতাংশ এবং বিশ্বের মোট জনসংখ্যার ৪২ শতাংশের অধিকারী এখন এ জোট। এছাড়া বর্তমানে বিশ্ব বাণিজ্যের ১৬ শতাংশের বেশি প্রতিনিধিত্ব করছে ব্রিকস। এ অবস্থায় জোটে অংশগ্রহণ বাংলাদেশের জন্য খারাপ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *