হোয়াটসঅ্যাপে আসছে এআই ফিচার্স, বদলে যাচ্ছে ডিজাইনও
বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

ডিসেম্বর ১২, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। এ জন্য হোয়াটসঅ্যাপের ডিজাইন কিছুটা পরিবর্তন করা হবে।

তবে নতুন আদলে কেমন হবে হোয়াটসঅ্যাপের ডিজাইন- তার রোল আউট চলছে বিটা সংস্করণে।

জানা যায়, প্রথম ধাপে শুধু অ্যান্ড্রয়েড সংস্করণেই এআই চ্যাট ফিচারের রোল আউট দেখা যাবে। চলতি বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপ এআই চ্যাটবোটের সাপোর্ট চালু করার কথা জানিয়েছিল।

বর্তমানে এআই চ্যাটবট কেবল আমেরিকান ইউজাররা পাচ্ছেন।

যদি গুগল প্লে স্টোর থেকে অ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৩.২৪.২৬ এই ভার্সান আপডেট করা হয় তাহলে কিছু ব্যবহারকারী নতুন শর্টকাট দেখতে পাবেন যা এআই ভিত্তিক চ্যাটের জন্য তৈরি হয়েছে।

মূল চ্যাট লিস্টের ডানদিকে একটি ফ্লোটিং অ্যাকশন বাটন থাকছে। সাদা রঙের একটি বাটনের চারদিকে রয়েছে বিভিন্ন রঙ দিয়ে তৈরি একটি রিং। নতুন চ্যাট বাটনের ওপরে এটি দেখা যাবে।

চ্যাটবটের সাহায্যে ব্যবহারকারীদের যাবতীয় অনুসন্ধানের জবাব দেওয়া যাবে। এর পাশাপাশি বিং ব্যবহার করে ওয়েব সার্চও করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *