২১ বছরেই তরুণীর ১৯৬ দেশ ভ্রমণ, জানিয়েছিলেন ভ্রমণের অভিজ্ঞতা

লাইফস্টাইল

অক্টোবর ১৬, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ণ

২১ বছরেই তরুণীর ১৯৬ দেশ ভ্রমণ, জানিয়েছিলেন ভ্রমণের অভিজ্ঞতা

মাত্র ২১ বছর বয়সেই ঘুরে ফেলেছেন বিশ্বের ১৯৬টি দেশ। এরই মধ্যে বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ভ্রমণের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নামও তুলেছেন তিনি। বলছি, মার্কিন তরণী লেক্সি অ্যালফোর্ডের কথা। নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরেন লেক্সি।

সেখানেই বিশ্বের ৫টি বিস্ময়কর স্থানের গল্প তিনি বলেছেন। আর আশ্চর্যের বিষয় হলো, ওই তালিকায় পাকিস্তান এমনকি উত্তর কোরিয়ার মতো দেশেও পা রেখেছেন তিনি। বিশ্বভ্রমণের কথা বলতেই প্রথমে পাকিস্তানের নাম নেন তিনি।

২০২২ সালের ৮ অক্টোবর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদপত্র হাতে নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন লেক্সি। সেখানে ক্যপশনে তিনি লেখেন, ‘৪ অক্টোবর আমার সর্বশেষ গন্তব্য মোজাম্বিকে পা রেখে শৈশবের একটি স্বপ্ন পূরণ করেছি ও প্রতিটি দেশে ভ্রমণের জন্য সর্বকনিষ্ঠ ব্যক্তির বিশ্বরেকর্ড ভেঙেছি।’

তার বিশ্বভ্রমণের পুরো যাত্রা জুড়ে ছিল আনন্দ-বেদনার অসংখ্য মুহূর্ত। বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ, নতুন স্বাদ, স্থানীয়দের উদারতা ও সাহসিকতাসহ বিশ্বের প্রতিটি কোণে পাওয়া সৌন্দর্য আমার চোখ খুলে দিয়েছে, বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *