শেরপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

শেরপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

দেশজুড়ে

অক্টোবর ১৬, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ

জুয়েল হাসান

‘মানসিক স্বাস্থ্য একটি সর্বজনীন মানবাধিকার’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায়, শেরপুরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৩ পালিত হয়েছে। শেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে ১০ অক্টোবর, মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে সিভিল সার্জন এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিভিল সার্জন এর পক্ষে সভাপতিত্ব করেন, সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেন। এতে বক্তাগণ মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আহসানুল হাবিব হিমেল ও ডাঃ রওশন রাকা শম্পা, শেরপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আকরাম হোসেন, জেলা এসআরএইচআর কর্মকর্তা ডাঃ তাসনিমা আলম সচ্ছ সহ সিভিল সার্জন অফিস ও শেরপুর সদর উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *