১৫ বছরে ৭৬ সেঞ্চুরি, ২৫ হাজার রান কোহলির

১৫ বছরে ৭৬ সেঞ্চুরি, ২৫ হাজার রান কোহলির

খেলা

আগস্ট ১৯, ২০২৩ ৮:৩৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ হলো বিরাট কোহলির। এই ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৭৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় সাবেক এই অধিনায়ক।

২০০৮ সালের ১৮ আগস্ট মাত্র ২০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কোহলির। জাতীয় দলে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

১৫ বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে পাল্লা দিয়ে রান করেছেন কোহলি। তিন ফরম্যাটে তার সংগ্রহ ২৫ হাজার ৫৮২ রান। তার মধ্যে ১৩ হাজার ৭৪৮ রান নিয়েছেন দৌড়ে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে কোহলি করেছেন ৭৬ সেঞ্চুরি। এই ৭৬ সেঞ্চুরি তিনি করেছেন ৪৬ ভেন্যুতে। ভেন্যু ও সেঞ্চুরি দুই তালিকায় কোহলির চেয়ে এগিয়ে আছেন শচীন টেন্ডুলকার। ৫৩ ভেন্যুতে ১০০ সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই কোহলির রেকর্ড। ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *