সোনার দামে বড় লাফ, বাড়বে আরো

সোনার দামে বড় লাফ, বাড়বে আরো

অর্থনীতি স্লাইড

এপ্রিল ১৪, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ

একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে সোনা। বিশ্ববাজারে প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মূল্যবান এই ধাতুর দাম। এরই মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়েছে ২ হাজার ৪০০ ডলার।

শুক্রবার লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার সর্বোচ্চ দাম ওঠে ২ হাজার ৪৩১ দশমিক ৫২ ডলারে। তবে শনিবার এই দাম কিছুটা কমে দাঁড়ায় ২ হাজার ৩৪২ দশমিক ৯০ ডলারে।

এর আগে, গত ৫ এপ্রিল বিশ্ববাজারে প্রথমবারের মতো সোনার আউন্স ২ হাজার ৩০০ ডলার অতিক্রম করে। এর মাত্র ৭ দিনের মাথায় শুক্রবার এই দাম ২ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে যায়, যা বিশ্ববাজারে সর্বোচ্চ।

চলতি বছর প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে তা ছাড়িয়েছে। সামনে সোনার দাম আরো বাড়বে।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বেঞ্চমার্ক সুদের হার হ্রাসের ঘোষণা ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে মানুষ ঝুঁকছেন সোনার দিকে। এই উত্তেজনা অব্যাহত থাকলে সামনে সোনার দাম আরো বাড়তে পারে।

এদিকে দেশের বাজারে সবশেষ গত ৮ এপ্রিল সোনার দাম বাড়ায় বাজুস। ভালো মানের (২২ ক্যারেট) ভরিপ্রতি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের ৯৬ হাজার ২২৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম ৮০ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *