সেনবাগে জোরপূর্বক সম্পত্তি দখল করায় ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

দেশজুড়ে

মার্চ ২৩, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি নোয়াখালী

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিষ্ণুপুর গ্রামের আবুল খায়ের চেয়ারম্যান এর পুরাণ বাড়ির মোঃমিজানুর রহমানের পৌত্রিক সম্পত্তি ও খরিদা সম্পত্তি জোরপূর্বক দখল করেন মোঃকামাল উদ্দিন৷

এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয় ৷ ২২ মার্চ বুধবার সকালে মিজানুর রহমান সেনবাগ থানায় বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন৷

জানা যায় মোঃ আবদুল মতিন এর ছেলে বিবাদী মোঃকামাল উদ্দিন(৪৫) বেশ কয়েক বছর পূর্বে জায়গায় সম্পত্তি ও বসত ভেঠি না থাকার কারণে একই বাড়ির মৃত আমিন উল্যাহ ছেলে বাদী মোঃমিজানুর রহমান(৬০) এর হাতে-পায়ে ধরে সাময়িক আশ্রয় এর জন্য অনুরোধ করলে মিজানুর রহমান সাময়িক ভাবে থাকার জন্য বাড়ীর সামনে জায়গা দেন৷ এর মধ্যে বেশ কয়েক বছর কেটে যায়৷ মিজানুর রহমানের জায়গা প্রয়োজন হলে ছেড়ে দেওয়ার জন্য কামাল-কে বললে সে ছেড়ে যেতে অস্বীকার করলে মিজানুর রহমান ইউনিয়ন পরিষদ ও এলাকার মান্যগণ্য ব্যক্তির নিকট দারস্থ হয়ে কোন প্রকার সমাধান না পেয়ে কোটে একটি মামলা দায়ের করেন৷

বর্তমানে মামলা চলমান৷ এরই মধ্যে কিছুই দিন পূর্বে কামাল দুই লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করে জোরপূর্বক, নতুন করে ঘর নির্মাণের কাজ শুরু করলে মিজানুর বাধা দেন৷ সেই বাধা অতিক্রম করে উল্টো মিজানুর রহমান কে ভয়-ভীতি ও হুমকি দুমকি দিলে মিজানুর রহমান এই বিষয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ করলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃইকবাল পাটোয়ারী সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠান৷
ঘটনাস্থলে এ এস আই সাইফুল এসে কামাল উদ্দিন কে না পেয়ে তার ছেলেকে কাজ করতে নিষেধ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *