সমর্থকদের প্রত্যাশা বিশ্বকাপ মেসি বাহীনির

খেলা

ডিসেম্বর ১৪, ২০২২ ১০:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি,
কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হেরে শুরুর পর বাকি প্রতিটি ম্যাচই যেন একেকটা নকআউট ছিল আর্জেন্টিনার জন্য। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড শুরুতে মুখ থুবড়ে পড়লেও লিওনেল মেসিদের স্বরূপে ফিরতে খুব বেশি সময় লাগেনি। টানা জয়ে শেষ চারে এসেছে। এবার আরেকটি নকআউট, আলবিসেলেস্তেদের সামনে শক্তিশালী ক্রোয়েশিয়া। জিতলেই পৌঁছে যাবে ফাইনালে।
লিওনেল মেসি গোল করলেন, করালেন, রেকর্ডও গড়লেন-মেসিময় ম্যাচে আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারল না ক্রোয়েশিয়া।

নিজের দিনে লিওনেল মেসি কতটা ভয়ঙ্কর, আরও একবার তার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। বল পায়ে অপ্রতিরোধ্য হয়ে উঠলেন আর্জেন্টিনা অধিনায়ক। সঙ্গে জোড়া গোলের আলো ছড়ালেন তরুণ হুলিয়ান আলভারেস। ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে উঠল লিওনেল স্কালোনির দল।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছোঁয়ার দিনে গড়ে ফেললেন আরেক রেকর্ড; গাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে বিশ্ব সেরার মঞ্চে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা এখন মেসি, ১১টি।
এবারের বিশ্বকাপে তার গোল হলো ৫টি, গোল্ডেন বুটের লড়াইয়ে আগে থেকে শীর্ষে থাকা কিলিয়ান এমবাপের পাশে বসলেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে মেসির মোট গোল হলো ৯৬টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *