শান্তর জোড়া সেঞ্চুরিতে উড়ছে বাংলাদেশ

শান্তর জোড়া সেঞ্চুরিতে উড়ছে বাংলাদেশ

খেলা

জুন ১৬, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ণ

ব্যাটটা কথা বলছে দীর্ঘদিন ধরে। চলমান ঢাকা টেস্টেও দেখা গেছে সেটার প্রতিফলন। সেই ধারাবাহিকতায় দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়লেন শান্ত।

নিজেদের প্রথম ইনিংসে ৩৮২ রানে অল আউট হওয়া বাংলাদেশের এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ দুই উইকেটে ২১৮ রান। এর আগে ১৪৬ রানে থেমেছে আফগানিস্তানের ইনিংস। টাইগারদের লিড ৪৫৪ রান।

এক উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগেরদিন যেখানে থেমেছিলেন, সেখান থেকেই আপন ছন্দে এগোতে থাকেন দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান।

প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই পার করেন শান্ত ও জাকির। তবে এরপরই ছন্দপতন। ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন জাকির, যার মাধ্যমে ভাঙে শান্তর সঙ্গে তার ১৭৩ রানের জুটি। এ ওপেনার ফেরেন ৭১ রানে।

সঙ্গীকে হারালেও থামেনি শান্তর ব্যাট। ১১৫ বলে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। যে পথে হাঁকান ১৩টি চার। এর মাধ্যমে মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির বিরল রেকর্ডেও নাম লিখিয়েছেন এ ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *