জুমাবারে সূরা আল কাহাফ পড়তে বলা হয়েছে, কারণ...

জুমাবারে সূরা আল কাহাফ পড়তে বলা হয়েছে, কারণ…

ধর্ম

জুন ১৬, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ

উম্মতে মুহাম্মদির কিছু বিশেষ প্রাপ্তি রয়েছে, যা অন্যান্য নবীর উম্মতেরা পাননি। তন্মধ্যে একটি হলো জুমাবার। আর এদিন মুসলিম উম্মাহর জন্য রয়েছে ফজিলতপূর্ণ অনেক আমল। এগুলো মধ্যে একটি আমল অনেক গুরুত্বপূর্ণ। তা হচ্ছে জুমাবারে ‘সূরা আল কাহফ’ তেলাওয়াত করা।

সূরা আল কাহাফ পবিত্র কোরআনের ১৮তম সূরা। কাহাফ মানে গুহা। এ সূরার আয়াত সংখ্যা ১১০। জুমাবারে সূরা আল কাহাফ পড়তে বলা হয়েছে। হজরত আবু সাঈদ খুদরি (রা.) রাসূল (সা.) এর পক্ষ থেকে বর্ণনা করেন, ‘যে ব্যক্তি জুমাবরে সূরা আল কাহাফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর বর্ষিত হবে’। (মিশকাত ২১৭৫)

হাদিসে আরো বর্ণনা এসেছে- ‘যে ব্যক্তি সূরা আল কাহাফ এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে’। (মুসলিম) (মিশকাত)

উল্লেখ্য, এ সূরায় চারটি ঘটনা, চারটি বক্তব্য ও উপদেশ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *