লন্ডনে যাচ্ছেন এবাদত

লন্ডনে যাচ্ছেন এবাদত

খেলা

আগস্ট ২৭, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ

আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন টাইগার পেসার এবাদত হোসেন। কিন্তু হাঁটুর চোটে ছয় জাতির টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। তবে শিগরিরই মাঠে ফিরতে উন্নত চিকিৎসার জন্য সোমবার লন্ডনে উড়াল দিবেন সিলেট এক্সপ্রেস খ্যাত এ বোলার।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি বলেন, ‘টিকিট নিশ্চিত হলেই কাল (সোমবার) সে যাবে। সেখানে (লন্ডনে) অলরেডি একজন ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেয়া হয়েছে। এবাদতের সঙ্গে একজন ফিজিও যাচ্ছেন।’

সবশেষ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন এবাদত। সেই চোটই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

শুরুতে ধারণা করা হয়েছিল এবাদত হোসেনের হাঁটুর চোট তেমন গুরুতর নয়। সেই সময় ক্রিকেট বোর্ড পুনর্বাসন ও পরিচর্যা করেই তাকে খেলায় ফেরাতে চেয়েছিলেন। তবে গত কয়েকদিন পুনর্বাসন করেও লাভ হয়নি তার।

এর আগে শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এবাদতের না থাকা নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আপনারা জানেন এবাদত আমাদের ইমপ্যাক্টফুল বোলারদের একজন। তাই এটা আমাদের জন্য বড় ক্ষতি এবং তার বিকল্প বের করা আমাদের জন্য কঠিন কাজ। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।’

এবাদতের না থাকাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন সাকিব। সাকিবের ভাষ্য, ‘দুর্ভাগ্যজনকভাবে এবাদত আমাদের সঙ্গে যেতে পারছে না। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। সে জায়গা থেকে এটা আমাদের জন্য একটা ধাক্কা। তারপরও সে ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি এবং যে ধরনের স্কোয়াড আছে আমরা আশাকরি অনেকদূর যেতে পারবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *