লং প্রেস নোটিফিকেশন ফিচার বন্ধ করল গুগল

লং প্রেস নোটিফিকেশন ফিচার বন্ধ করল গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

নভেম্বর ২৬, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ণ

অ্যাপে লং প্রেসের মাধ্যমে নোটিফিকেশন দেখার সুবিধা সরিয়ে নিয়েছে গুগল। অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ১৪-এর সর্বশেষ সংযোজন এটি।

অ্যানড্রয়েডের প্রয়োজনীয় এ ফিচারটির মাধ্যমে ডিভাইস আনলক না করেও নোটিফিকেশন দেখা যেত। এর আগে অ্যানড্রয়েড হোম স্ক্রিন বা অ্যাপ লিস্টে থাকা অ্যাপ আইকনে লং প্রেস বা দীর্ঘ সময় চেপে ধরার মাধ্যমে নোটিফিকেশন দেখা যেত। এভাবে নোটিফিকেশন প্রদর্শনের পাশাপাশি এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নোটিফিকেশনগুলো সরাসরি খুলতে বা বাতিল করতে পারত।

এখন থেকে অ্যানড্রয়েড ১৪ আপডেটে আইকনগুলোয় লং প্রেস করার মাধ্যমে কেবল অ্যাপ্লিকেশন শর্টকাট, অ্যাপ ইনফো এবং উইজেট অপশন দেখা যাবে। এ ফিচারটি অপসারণের বিষয়ে গুগল গত আগস্টেই নিশ্চিত করেছিল। তবে গত মাসে অ্যানড্রয়েড ১৪ আপডেট রিলিজ হওয়ার পর থেকে অনেক ব্যবহারকারী এ ফিচারটি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।

পরিবর্তনটি এখন পর্যন্ত কেবল ন্যাটিভ অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রযোজ্য। এমআইইউআই এবং ওয়ান ইউআইয়ের মতো অ্যানড্রয়েড স্কিনগুলো এখনো লং প্রেস বা দীর্ঘ প্রেসের মাধ্যমে নোটিফিকেশন অ্যাকসেস করতে পারবে। গুগল অ্যানড্রয়েডের ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সহজতর করতে এবং বিভ্রান্তি কমাতে এ ফিচারটি সরিয়ে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে গ্রাহক বা ব্যবহারকারীদের আবেদনকে গুরুত্ব দিয়ে ফিচারটি ফিরিয়ে আনা হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *