অতীতের ভূলত্রুটি ক্ষমা চেয়ে আবারো নৌকায় ভোট চাইলেন আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম

রাজনীতি

জানুয়ারি ৫, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ণ

মোঃ আব্দুল হান্নান

৭ জানুয়ারি ২০২৪ রোজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসিম কুমার পালের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম এমপি তার বক্তব্যে বলেন,বিগত দু‘টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে আপনার আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। আমি আপনাদের দেয়া ভালবাসায় মুগ্ধ। নৌকা উন্নয়নের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক,জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা আপনাদের প্রতীক। আগামী ৭ জানুয়ারি যদি আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি সারা জীবন এমপি হয়ে নয় আপনাদের সন্তান হয়ে আপনাদের ভাই হয়ে আপনাদের পাশে থাকবো। তাই দেশের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে পুন:রায় নির্বাচিত করার জন্য আহবান জানান। এ সময় নির্বাচনী জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রামের পক্ষে নৌকা প্রতীকের ভোট চান। এ সময় তিনি বিগত দুইবার নির্বাচিত হয়ে যদি কারো মনে কোনরূপ কষ্ট দিয়ে থাকেন তাহলে ওই কষ্ট ও ভূলের জন্য ভোটারদের কাছে ক্ষমা ও চান তিনি।তিনি বলেন অতীতে যদি আমি কারো মনে কোন কষ্ট দিয়ে থাকি তাহলে তা ক্ষমা করে দিয়ে আবারো আমাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক এ এফ এম নাফিউল করিম নাফা, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: জিতু মিয়া, সাধারণ সম্পাদক মো: লতিফ হোসেন, উপজেলা মহিলা ভাইস ও মহিলা নেত্রী চেয়ারম্যান রুবিনা আক্তার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা লতিফ পান্না,নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, পূর্বভাগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: আক্তার মিয়া, ভলাকুট ইউপি চেয়ারম্যান মো: রুবেল মিয়া, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল হক, চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইয়া, সাবেক সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্রার্চায, উপজেলা যুবলীগের আহ্বায়ক রায়হান আলী ভূইয়া, যুগ্ম আহ্বায়ক ভানু চন্দ্র দেব,ছাত্রলীগ নেত্রী ফাল্পুনী দাস তন্নী,উপজেলা স্বেচ্ছাসেকলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শুভ সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাহুল রায়, কলেজ ছাত্রলীগ সভাপতি মো: তমাল মিয়া ও সাধারণ সম্পাদক আবির ইসলাম বাপ্পি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *