যারা মানুষ ও গাড়ি পোড়ায় রাঙ্গুনিয়ার বুকে তাদের জায়গা হবে না : তথ্যমন্ত্রী

রাজনীতি

অক্টোবর ৩০, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত গাড়ি পোড়ায়, মানুষ পোড়ায়,শৃঙ্খলা ভঙ্গ করে । তারা ১৩, ১৪ এবং ১৫ সালে যা করেছে, এখন নতুন করে তা আবার শুরু করেছে। আজ একটা বাস পোড়ানোর সময় ভেতরে থাকা বাসের হেল্পারকেও পুড়িয়ে মারেছে তারা। এসব করে তারা আবার দেশ চালাতে চায়। এভাবে যারা মানুষ ও গাড়ি পোড়ায় রাঙ্গুনিয়ার বুকে তাদের জায়গা হবে না। রাঙ্গুনিয়ায় তারা যদি নামার চেষ্টা করে, তাহলে আমাদের দল তাদের শায়েস্তা করবে।

(২৯ অক্টোবর) রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত উপকারভোগী সমাবেশ ও উন্নয়ন জনসভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেছেন, বিএনপি শান্তি সমাবেশের নামে যেভাবে পুলিশের সঙ্গে সংঘর্ষ করেছে, মানুষের গাড়ি পুড়িয়েছে, তা সবাই দেখেছে। বিএনপি একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে। তার আট বছরের শিশুকন্যার কান্না যারা দেখেছেন, তারা চোখের পানি ধরে রাখতে পারবে না। মানুষের গাড়ির কি দোষ করেছে, একটা গাড়ি পোড়ানো মানে একটা পরিবারকে পুড়িয়ে দেওয়ার সামান।

তিনি বলেন, বর্তমানে ইসরায়েলিরা ফিলিস্তিনি মুসলমানের ওপর যেভাবে বোমা মারছে, মানুষ মারছে, শিশু মারছে, এসবের প্রতিবাদ একমাত্র শেখ হাসিনা করেছেন। বিএনপি এবং জামায়াত একটি শব্দও বলেনি। বলেছেন আমাদের নেত্রী, আমি এবং আমাদের দলের নেতারা। অথচ ভোট আসলে তারা কড়া মুসলমান হয়ে যায়, আর হিন্দু-বৌদ্ধদের ওপর নির্যাতন চালানোর চেষ্টা করে। দেশকে সাম্প্রদায়িকভাবে বিভাজন করার চেষ্টা করে। তারা মানুষের শত্রু। তাদের থেকে সতর্ক থাকতে হবে।

৩০ বছরের বঞ্চিত রাঙ্গুনিয়া সমৃদ্ধি অর্জন করেছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। রাঙ্গুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সারাদিন লেগে যেত। এখন দেড় ঘণ্টায় পুরো রাঙ্গুনিয়ায় ঘোরা যায়। উন্নয়নে পুরো রাঙ্গুনিয়া বদলে গেছে। রাঙ্গুনিয়ায় আগে যেসব বরাদ্দ হতো, তা রাউজান, ফটিকছড়ি কিংবা হাটহাজারি নিয়ে যাওয়া হতো। এখন সেই ক্ষতি পুষিয়ে নিতেই অন্যান্য উপজেলার চেয়ে বেশি বরাদ্দ রাঙ্গুনিয়ায় আনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *