ম্যানসিটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারলেন ‘নতুন মেসি’

ম্যানসিটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারলেন ‘নতুন মেসি’

খেলা স্পেশাল

জানুয়ারি ২৬, ২০২৪ ৯:৩১ পূর্বাহ্ণ

দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল আগেই। এবার আনুষ্ঠানিকভাবে চুক্তি সারলেন ক্লাউডিও এচেভেরি। এক কোটি ২৫ লাখ পাউন্ডে আর্জেন্টিনার ‘নতুন মেসি’কে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।

চুক্তি ২০২৪ সাল থেকে হলেও ২০২৫ সালের আগে সিটির জার্সিতে দেখা যাবে না এচেভেরিকে। ছবি: সংগৃহীত

চুক্তি ২০২৪ সাল থেকে হলেও ২০২৫ সালের আগে সিটির জার্সিতে দেখা যাবে না এচেভেরিকে।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চমক দেখিয়ে ইউরোপের হেভিওয়েট ক্লাবগুলোর নজরে এসেছিলেন আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার এচেভেরি। আসরের কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকসহ পাঁচ গোল করা এচেভেরিকে মনে করা হচ্ছে আর্জেন্টিনার পরবর্তী মেসি।

এ প্রতিভাবান আর্জেন্টাইনকে পাওয়ার দৌড়ে ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, য়্যুভেন্তাস, এসি মিলান ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলো। সবাইকে টেক্কা দিয়ে শেষমেশ তাকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি।

May be an image of 1 person, playing soccer, playing football and text
আনুষ্ঠানিক চুক্তি সেরে ম্যানসিটির জার্সি হাতে এচেভেরি। ছবি: সংগৃহীত

সাড়ে চার বছরের চুক্তিতে তাকে পেতে সিটিকে গুনতে হয়েছে এক কোটি ২৫ লাখ পাউন্ড। এছাড়া পারফরম্যান্সের ভিত্তিতে অর্থের পরিমাণ আরও বাড়ার শর্ত রয়েছে। তবে ১৮ বছরে পা রাখা এচেভেরিকে এখনই পাচ্ছে না সিটি।

 ক্লাবে যোগ দেয়ার আগেই তিনি শর্ত দিয়েছিলেন, এ বছরের বাকিটা সময় বর্তমান ক্লাব রিভার প্লেটের হয়েই খেলতে চান তিনি। ফলে ২০২৫ সালের আগে সিটির জার্সিতে দেখা যাবে না তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *