‘মেসি জাদুঘর’ বানাবে বার্সেলোনা

‘মেসি জাদুঘর’ বানাবে বার্সেলোনা

খেলা স্পেশাল

এপ্রিল ২৭, ২০২৩ ৯:২৯ পূর্বাহ্ণ

আগামী জুনে প্যারিস সেইন্ট জার্মেনের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হবে লিওনেল মেসির। এরপর ফ্রি এজেন্ট হিসেবে যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন আর্জেন্টাইন সুপারস্টার।

এরই মধ্যে মেসিকে ধরে রাখতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসজি। তবে তাতে সাড়া দিচ্ছেন লিও। তাহলে কি সত্যিই নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন মেসি!

এদিকে মেসির নতুন ঠিকানা নিয়ে বেশ কয়েকটি স্বনামধন্য ক্লাবের নাম শোনা যাচ্ছে। তবে সে তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে মেসির সাবেক ক্লাব বার্সেলোনার নাম। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টারকে ঘরে ফেরাতে আর্থিকভাবে সক্ষম নয় ক্যাম্প ন্যু। তাতে কি, মেসিকে ঘরে ফেরাতে অভিনব উদ্যোগ নিয়েছে বার্সা।

এর আগে স্প্যানিশ সংবাদ মাধ্যম দাবি করেছিল, মেসিকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেবে বার্সা। বছরে সব মিলিয়ে ২৫ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দেওয়া হবে।

কিন্তু মেসি পিএসজিতে মৌসুমে প্রায় ১০০ মিলিয়ন ইউরো বেতন পান। ২৫ মিলিয়ন ইউরো বেতনে তাকে পাওয়া কঠিন হবে। কম বেতনে মেসিকে বার্সেলোনায় ফেরাতে হলেও বার্সার সব মিলিয়ে অন্তত ১৫০-২০০ মিলিয়ন ইউরোর বাজেট নিয়ে মাঠে নামতে হবে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাজও তেমনটাই বলেছেন।

বার্সা সেজন্য ফান্ড তৈরির চেষ্টা করছে। সংবাদ মাধ্যম এএস দাবি করেছে, মেসিকে ঘরে ফেরাতে কাতালান ক্লাবটি মেসি জাদুঘর গড়ার কথা ভাবছে। ক্যাম্প ন্যুর ঠিক বিপরীতে অবস্থিত বার্সার একাডেমি লা মাসিয়া। সেখানেই কিংবদন্তি বার্সা ফুটবলারের নামে জাদুঘর তৈরি করতে চায় ক্লাবটি।

পরিকল্পনা বাস্তবায়ন করতে বার্সা কর্তৃপক্ষ এরই মধ্যে টেলিকমিউনিকেশন কোম্পানি ‘টেলিফোনিকা’-এর সঙ্গে আলোচনা শুরু করেছে। ওই জাদুঘর গড়ে তোলা সম্ভব হলে বছর জুড়ে পর্যটক আকর্ষণ করা সম্ভব হবে এবং বার্সার আয় বাড়বে বলে মনে করা হচ্ছে। অবশ্য বার্সা জাদুঘর থেকে আয়ের লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়নি। মেসিকে ফেরাতে বার্সা অন্যান্য বিজ্ঞাপন স্বত্ব পাওয়ার চেষ্টাও করছে। বার্সার হাতে সময় আছে দুই মাসের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *