মেসিকে পেতে চায় রোনালদোদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব

মেসিকে পেতে চায় রোনালদোদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব

খেলা স্পেশাল

জানুয়ারি ১৪, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ

চলতি মাসেই সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার লিওনেল মেসিকে নিজেদের লিগে ভেড়াতে চায় আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল। আর এ লক্ষ্যে বছরে তিনশো মিলিয়ন ইউরোর প্রস্তাব দিচ্ছে তারা।

মূলত বহিঃবিশ্বে দেশটির ট্যুরিজমের প্রচার ও বিশ্বকাপ বিডের জন্য ইতিবাচক মনোভাব তৈরি করতেই এ উদ্যোগ বলে দাবি করছে গণমাধ্যম। যার অংশ হিসেবে বিশ্বকাপে আর্জেন্টিনাকে স্তব্ধ করার পর রোনালদোকে নিজ লিগে ভিড়িয়ে বিশ্বকে আরো একবার চমকে দিয়েছে তারা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর দাবি, মেসিকে দলে ভেড়াতে বছরে শুধু বেতন বাবদ অন্তত তিনশো মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে চলেছে ক্লাবটি। টাকায় যা প্রায় ৩ হাজার তিনশো ৬৫ কোটিরও বেশি। অংকের হিসেবে এটি রোনালদোর বেতনের দেড়গুন। এমনটা হলে আরো একবার দেখা যেতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ।

শুধু ফুটবল নয়, বিশ্বের সেরা দুই তারকাকে কাজে লাগিয়ে মূলত বিশ্বের কাছে নিজেদের নতুন করে জানান দিতে চায় সৌদি আরব। নেপথ্যে ট্যুরিজম ও দেশটিতে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করা। ২০৩০ বিশ্বকাপ বিডের জন্য ফুটবল বিশ্বে নিজেদের তুলে ধরাও অন্যতম কারণ।

সৌদি আরবের সঙ্গে অবশ্য আগে থেকেই সম্পৃক্ত মেসি। আর্জেন্টাইন অধিনায়ক দেশটির ট্যুরিজম শুভেচ্ছা দূত। গেলো মেতেই ভ্রমণ করে গেছেন জেদ্দাহ। দেশটির মন্ত্রীর মতে, সেটাই মেসির শেষবার সৌদিতে পা রাখা নয়।

পিএসজি চাইলে এ মাসেই সৌদিতে ফের দেখা যেতে পারে লিওকে। আল নাসর ও আল হিলালের সম্মিলিত দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে আগামী সপ্তাহেই রিয়াদে আসবে ফরাসি চ্যাম্পিয়নরা।

গুঞ্জন এ সুযোগটা কাজে লাগাতে চায় আল হিলাল। তবে, সবকিছুই নির্ভর করছে মেসির উপর। আসছে জুনে পিএসজির সঙ্গে শেষ হওয়া চুক্তি বাড়াবেন নাকি ফিরবেন পুরনো ঠিকানা বার্সেলোনায়। নাকি, হাঁটবেন রোনালদোর দেখানো পথে? উত্তরের জন্য অবশ্য অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *