মৃত্যুদণ্ডাদেশের পর কলমের নিব ভেঙে ফেলা হয়, কারণ...

মৃত্যুদণ্ডাদেশের পর কলমের নিব ভেঙে ফেলা হয়, কারণ…

ফিচার স্পেশাল

মে ১৫, ২০২৩ ৮:৫৪ পূর্বাহ্ণ

আমরা সিনেমা বা ছোটপর্দায় অনেক সময়েই দেখে থাকি যে আদালতে মৃত্যুদণ্ডাদেশের পরেই বিচারক কলমের নিব ভেঙে ফেলেন। বাস্তবেও এমনই ঘটে। কিন্তু আপনি কি জানেন, এর আসল কারণ সম্পর্কে?

মৃত্যুদণ্ডাদেশের পরে কলমের নিব ভেঙে দেওয়ার রয়েছে ইতিহাস। এর সঙ্গে যোগ আছে ব্রিটিশদের তৈরি করা আদালতের বিচারব্যবস্থারও। তখনই থেকেই চলে আসছে এই রীতি। কিন্তু কেন এমন রীতি?

ব্রিটিশ আমলেই প্রথম বার মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরে আদালতে বিচারক সেই কলমটি ভেঙে দেন। তার পর থেকেই চলে আসছে এই রীতি। কিন্তু এর কারণটি কী?

বিচারব্যবস্থায় মৃত্যুদণ্ডাদেশ হলো কঠোরতম শাস্তি। এবং আদালতের চোখে ঘৃণ্যতম অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এভাবে নিব ভেঙে ফেলার অন্যতম কারণ হলো, এই ধরনের অপরাধ যেন আর না ঘটে।

আরো একটি কারণ হলো, মৃত্যুদণ্ডাদেশের পরে এক ব্যক্তির জীবন শেষ হয়ে যায়। তাই তার প্রতীক হিসেবেও এই কাজটি করা হয়।

মৃত্যুদণ্ডাদেশের আদেশ যে কলম দিয়ে লেখা হয়েছে, সেই কলম দিয়ে যাতে আর কখনো কোনো আদেশ লেখা না যায়, সেটির জন্যও এমন একটি প্রথা চলে আসছে।

আরো একটি কারণ আছে এর পেছনে; মৃত্যুদণ্ড একবার দেওয়ার পরে বিচারক নিজে চাইলেও সেই আদেশ বদলাতে পারবেন না। আর সেই কারণেই ভেঙে ফেলা হয় কলম।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *