মিশরকে ‘লজ্জা’ থেকে বাঁচালেন সালাহ

মিশরকে ‘লজ্জা’ থেকে বাঁচালেন সালাহ

খেলা

জানুয়ারি ১৫, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ

আইভরি কোস্টে পর্দা উঠেছে আফ্রিকা কাপ অব নেশনসের। যেখানে নিজেদের প্রথম ম্যাচেই চরম লজ্জার মুখে পড়তে যাচ্ছিল মিশর। পঞ্চমবারের মতো টুর্নামেন্টটি খেলতে আসা মোজাম্বিকের কাছে প্রায় হেরেই যাচ্ছিল তারা। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে মিশরের ‘ইজ্জত’ বাঁচিয়েছেন মোহামেদ সালাহ। এতে ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হয়েছে।

এর আগে আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চার আসরে ১২ ম্যাচ খেলে মোজাম্বিক। তবে কোনোটিতেই জয়ের দেখা পায়নি।  এবার আসরের প্রথম ম্যাচেই হট ফেভারিট মিশরের কঠিন পরীক্ষা নেয় তারা। জয়ের দারুণ সুযোগ হাতছাড়া করলেও মিশরের মতো দলের বিপক্ষে ড্র তাদের জন্য বড় অর্জনই বলা চলে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মিশর।  ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। দারুণ ফিনিশিংয়ে মোস্তফা মোহাম্মদ দলকে এগিয়ে নেন। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে মোজাম্বিক। ম্যাচের ৫৫তম মিনিটে দলটির মিডফিল্ডার ডোমিঙ্গোসের ক্রসে বল পেয়ে জালে জড়ান উইটি।

সমতায় ফিরে আরো উজ্জীবিত হয়ে উঠে মোজাম্বিক। ক্লেসিও বাকের দারুণ গোলে ২-১ গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে মিশর চেষ্টা করে ম্যাচে ফেরার। দারুণ কিছু আক্রমণও তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারছিল না তারা।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়েছেন সালাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *