মিরপুরে স্পিনারদের মোকাবেলা করা চ্যালেঞ্জিং: কিউই অধিনায়ক

মিরপুরে স্পিনারদের মোকাবেলা করা চ্যালেঞ্জিং: কিউই অধিনায়ক

খেলা

ডিসেম্বর ৬, ২০২৩ ৮:৪১ পূর্বাহ্ণ

সিলেট টেস্টে এক পেসার ও তিন স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডও দুই পেসারের সঙ্গে রেখেছিল তিন স্পিনার। মিরপুরে দ্বিতীয় টেস্টেও স্পিনারদের লড়াই দেখার অপেক্ষায় নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাউদি বলেন, ‘বিশ্বের এই প্রান্তে খেলতে এলে ভাবতেই হবে যে স্পিনাররা বড় ভূমিকা রাখবে। প্রথম টেস্টেও সবাই সেটা দেখেছে, দ্বিতীয় টেস্টেও সেরকম আশা করা যায়। এর মধ্যে কাইল (জেমিসন) বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। এটা দেখতেই ভালো লাগে। এই কন্ডিশনেও সে হুমকি হয়ে উঠেছিল। তবে এখানে সর্বদাই স্পিনারদের লড়াই অপেক্ষা করে।’

প্রথম টেস্টের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কিউইদের। সাউদি বলেন, ‘প্রথম টেস্টে হারা হতাশাজনক। এখানে ভালো ক্রিকেট উপহার দেওয়ার সুযোগ রয়েছে। ভিন্ন উইকেটে খেলা হবে। মানিয়ে নিতে হবে। বিশ্বের এই প্রজন্ম —খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। সেটা মানিয়ে এগিয়ে যাওয়ার অপেক্ষায় আছি। আগামী পাঁচটি দিনের জন্য অপেক্ষা করছি।’

অনেকের ধারণা মিরপুরের উইকেটে আক্রমণাÍক ব্যাটিং বেশি কার্যকর। কিন্তু কিউই অধিনায়ক তেমনটা ভাবছেন না। সাউদি বলেন, ‘মনে হয় না আগ্রাসী খেলতে হবে। একেকজন একেকভাবে সফল হতে চায়। আগের ম্যাচে নাজমুল হোসেন শান্ত আগ্রাসী ব্যাটিং করেছে। কিন্তু সে তুলনায় মুমিনুল ও অন্যরা ভিন্নভাবে খেলেছে। আমাদের ক্রিকেটারদেরও নিজস্ব ধরন আছে। তার ওপর বিশ্বাস রেখেই আমরা এগিয়ে যেতে চাই।’

বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইশ সোধি এই মিরপুরেই ছয় উইকেট নিয়েছিলেন। তার কাছে বাড়তি চাওয়া থাকবে কি না, জানতে চাইলে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘মাঝে অনেকটা সময় কেটে গেছে। সে ওয়ানডেতে এখানে ভালো খেলেছে। আসলে পুরো বোলিং বিভাগকে আর বেশি দায়িত্ব নিতে হবে। প্রথম ম্যাচে যেটা আমরা পারিনি। আমরা জানি, এই ম্যাচেও স্পিনাররা বড় ভূমিকা রাখতে যাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *