মাগুরা থেকে বিরল প্রজাতির বন্যপ্রাণী হনুমান শ্যামলী গাড়ি থেকে উদ্ধার

দেশজুড়ে

সেপ্টেম্বর ১৯, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ

শাহিন খন্দকার, মাগুরা

সাম্প্রতিক বন্যপ্রাণী বিলুপ্ত ও পাচার প্রতিরোধে বিভিন্ন সংস্থা বৈশ্বিক ভাবে কার্যক্রম গ্রহণ করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ ১৮ (ক) অনুযায়ী পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের বিধান রয়েছে। সে লক্ষ্যে বন্য প্রাণী বিলুপ্ত পাচার প্রতিরোধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইন প্রয়োগ করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিলুপ্ত বন্যপ্রাণী রক্ষায় এবং অবৈধভাবে পাচারকৃত বন্যপ্রাণী উদ্ধারে সার্বক্ষণিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে উল্লেখিত সংবদ্ধ চক্রকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে আসছে।

INTERPOL কর্তৃক আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী Illegal Wildife Supply Chains Between Africa and Asia বিষয়ের উপর ভিত্তি করে গত জুলাই /২০২২ সময়ে মাসব্যাপী Operation Golden Strike 2022 শিরোনামে Intelligence-led Operation পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ১৯ শে সেপ্টেম্বর আনুমানিক বেলা ৩ ঘটিকায় রোজ সোমবার ২০২২ মাগুরা বাস টার্মিনাল এর বিপরীত পার্শ্বে রাবেয়া চক্ষু হাসপাতালের সামনে ঢাকা টু মাগুরাগামী মহাসড়কের উপর এসপি গোল্ডেন লাইন এসি বাস যাহার নাম্বার ঢাকা মেট্রো-ব-১৫-৪০৩৫ হতে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলা পুলিশের অভিযানে বিরল প্রজাতির একটি হনুমান উদ্ধার করা হয় ও উত্তর চক্রের সক্রিয় সদস্য সুব্রত কুমার স্বর (৩০), পিতা- শান্তি পদ স্বর, গ্রাম- মাধবকাটি, ইউপি- ঝাউডাঙ্গা, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত বন্যপ্রাণীটি বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশকে জিজ্ঞাসাবাদে বলেন এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *