“মাগুরা জেলার নাশকতার আসামি আটক ও নির্বাচন কেন্দ্রিক নাশকতার পরিকল্পনা ফাস “

দেশজুড়ে

জানুয়ারি ৫, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

শাহিন খন্দকার মাগুরা প্রতিনিধি

অদ্য ০৪/০১/২০২৪ তারিখ আনুমান ১৩.৩০ ঘটিকায় এসআই (নি:) /আর তাদের নেতৃত্বে জেলা ধারা -১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৩/ ৩৪১ /২২৪/ ৩২৬/ ৩০৭/ ১১৪ পেনাল কোড এর সন্ধিগন্ধ পলাতক আসামি মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি মো: সজীব শেখ (৩১), পিতা -মোঃ মোসলেম শেখ, সাং- পুলিশ লাইন্স,থানা ও জেলা -মাগুরাকে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। মুক্ত মামলা ব্যতীত তিনি মাগুরা সদর থানার মামলা নং-৩৫,তারিখ -১৯/০২/-২০১৫ , ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(৩) এর এজাহারভুক্ত এবং মাগুরা সদর থানার মামলা নং- ৩৯, তারিখ -২৯/১১-২০২০ ধারা -১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ এক তেতাল্লিশ ১৪১/ ৩৪১/ ৩২৪/ ৩২৬/৩০৭/ ১১৪ পেনাল কোড এর এজাহার ভুক্ত আসামী। উক্ত মামলায় সর্বশেষ তিনি মার্চ /২০২১ সালে জামিনে মুক্তি পান । মামলা দুটির বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধিন। তার নির্দেশনায় প্রতি জেলার বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর বিভিন্ন অপরাধ সংগঠিত হয়েছে। দীর্ঘদিন যাবত পলাতক ছিল। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সন্ত্রাস মূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাধা গ্রস্থ লক্ষ্যে সে সহ তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। উক্ত আসামীকে এ গ্রেফতার কালীন তার সাথে তার ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়। বেলা অনুমান ১৬.০০ ঘটিকায় তার উক্ত মোবাইলের গ্রুপ কল থেকে জানা যায় বিএনপি সকল নেতাকর্মীদের ঢাকা থেকে মাগুরার এলাকায় চলে আসা,হরতাল জোরদার করা, নির্বাচনের দিন ভোটার যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে সেলক্ষ্যে জন্ম নেতি সৃষ্টির সাউন্ড গ্রেনেড, চকলেট বোমা, পটকা, নিজস্ব নিশ্চিত করা, ও গুল্টি দিয়ে কাঁচের বল ব্যবহার করা, আতংক সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ করে পুলিশের উপর গুপ্ত হামলা করার পরিকল্পনা করা হয়েছে। উক্ত কাজের জন্য ২ লক্ষ টাকা কেন্দ্র থেকে পাওয়া গেছে এবং বাকি টাকা মনোয়ার হোসেন খান আলী আহমেদ ব্যবস্থা করবেন । তাছাড়া তার মোবাইলের হোয়াটস্অ্যাপে অন্যান্য গ্রুপে ও ব্যক্তিগত চ্যাটে তার নাশকতার পরিকল্পনার সংক্রান্তে অনেক তথ্য পাওয়া যায়।

নির্বাচন উপলক্ষে আমাদের ৫০৬৮ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করবে। যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় আমরা সক্ষম ও সম্পূর্ণভাবে প্রস্তুত। জনগণ নিবিরগ্নে ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *