ভোররাতে জাবির দুই হলের মধ্যে সংঘর্ষ, আহত ২০

দেশজুড়ে

জুলাই ১৫, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ

ভোররাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল এবং শহীদ রফিক- জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় হলের মোট ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

সংঘর্ষ শুরুর প্রায় এক ঘণ্টা পর প্রক্টরিয়াল টিমের সদস্য এবং দুই হলের প্রাধ্যক্ষ ঘটনাস্থলে আসেন। পরে সংঘর্ষে জড়ানো শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি করেছেন উভয় হলের প্রাধ্যক্ষ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র মো. মিরাজ তাঁর বান্ধবীকে নিয়ে নতুন কলাভবনের নিচে খাবার নিতে যান। এ সময় রফিক-জব্বার হলের কয়েক শিক্ষার্থী মিরাজের বান্ধবীকে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ মিরাজের। পরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিরাজ তাঁর বন্ধুদের নিয়ে উত্ত্যক্তকারীদের একজন মো. রাফিকে মারধর করে। এর জেরে রাত সাড়ে তিনটার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা রবীন্দ্র চত্বরে সংঘর্ষে জড়ান। শিক্ষার্থীদের মধ্যে ঘণ্টাব্যাপী ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এ সময় বেশ কিছু পটকা ফোটানো হয়। পরে রাত সাড়ে চারটার দিকে দুই হলের প্রাধ্যক্ষ, প্রক্টরিয়াল টিমের এক সদস্য ও নিরাপত্তা শাখার কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

এ ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ। তিনি বলেন, কয়েক দফায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়ে মেডিকেলে এসেছিলেন। তাঁদের মধ্যে ১২ শিক্ষার্থীর অবস্থা গুরুতর। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রনি হোসাইন বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। এ ঘটনায় আমরা একটি প্রথমিক প্রতিবেদন দিবো। এ ছাড়া ঘটনার অধিকতর তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *